৮০০ টাকার কমে Jio, Airtel, Vi-এর রোজ ২ জিবি ও ৩ জিবি ডেটা প্ল্যান দেখে নিন

দেশের জনপ্রিয় তিন টেলিকম অপারেটর Airtel, Jio এবং Vodafone Idea (Vi) সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০%-২৫% বাড়িয়েছে। সেইসাথে সংস্থাগুলি একাধিক রিচার্জ প্ল্যানের সাথে উপলব্ধ…

দেশের জনপ্রিয় তিন টেলিকম অপারেটর Airtel, Jio এবং Vodafone Idea (Vi) সম্প্রতি তাদের প্রিপেইড প্ল্যানগুলির দাম ২০%-২৫% বাড়িয়েছে। সেইসাথে সংস্থাগুলি একাধিক রিচার্জ প্ল্যানের সাথে উপলব্ধ স্ট্রিমিং বেনিফিটগুলি তুলে নিয়েছে। শুধু তাই নয়, কিছু জনপ্রিয় ৩ জিবি দৈনিক ডেটা প্ল্যানও বন্ধ করে দিয়েছে সংস্থাগুলি। ফলে যাদের দৈনিক বেশি ডেটা প্রয়োজন, তাদের নতুন প্ল্যানগুলি সম্পর্কে জানা উচিত। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদের Airtel, Jio এবং Vi-এর ৮০০ টাকার কমে উপলব্ধ বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের কথা জানাতে চলেছি, যেগুলিতে দৈনিক ২ জিবি বা ৩ জিবি করে ডেটা পাওয়া যাবে।

Airtel-এর ২ জিবি, ৩ জিবি ডেটা প্ল্যান

এয়ারটেলের ৩৫৯ টাকা এবং ৫৪৯ টাকার প্রিপেইড প্ল্যান দুটির মেয়াদ যথাক্রমে ২৮ দিন এবং ৫৬ দিন। উভয় প্ল্যানেই দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর পাশাপাশি অ্যাডিশনাল বেনিফিট হিসেবে Amazon Prime Video Mobile Edition-এর অ্যাক্সেস পাওয়া যায়। আবার এয়ারটেলের ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়। ৫৬ দিন মেয়াদের এই প্ল্যানটির অ্যাডিশনাল বেনিফিটগুলির মধ্যে রয়েছে Apollo 24/7 Circle, ফ্রি অনলাইন কোর্স, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Free Hellotunes, Wynk Music এবং Amazon Prime মেম্বারশিপের অ্যাক্সেস।

Jio-এর ২ জিবি, ৩ জিবি ডেটা প্ল্যান

এবার আসা যাক জিও-র কথায়। ৮০০ টাকার কমে জিও-র একাধিক প্রিপেইড প্ল্যান রয়েছে, যেগুলিতে দৈনিক ২ জিবি ডেটা পাওয়া যায়। জিও-র সবচেয়ে কমদামি দুটি প্ল্যানের দাম ২৪৯ টাকা এবং ২৯৯ টাকা, এবং এগুলির মেয়াদ যথাক্রমে ২৩ দিন এবং ২৮ দিন। এই প্ল্যান দুটিতে দৈনিক ২ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কল, এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা উপলব্ধ। অন্যদিকে ৫৬ দিনের মেয়াদে জিও-র দুটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যেগুলির দাম ৫৩৩ টাকা এবং ৭৯৯ টাকা, যাতে প্রতিদিন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কল সহ রোজ ২ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সংস্থার ৭১৯ টাকা দামের প্রিপেইড প্ল্যানটিতে ৮৪ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা দেওয়া হয়েছে।

আবার দৈনিক ৩ জিবি করে ডেটা পেতে গেলে আপনাকে জিও-র ৪১৯ টাকার এবং ৬০১ টাকার প্ল্যানগুলি রিচার্জ করতে হবে। এই প্ল্যান দুটিতে ২৮ দিনের জন্য ৩ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। তবে ৬০১ টাকার প্ল্যানে এক্সট্রা বেনিফিট হিসেবে এক বছরের জন্য Disney+ Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।

Vodafone Idea-এর ২ জিবি, ৩ জিবি ডেটা প্ল্যান

ভোডাফোন আইডিয়া ৮০০ টাকার কমে দুটি ২ জিবি দৈনিক ডেটা প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলির দাম ৩৫৯ টাকা এবং ৫৩৯ টাকা এবং এগুলির মেয়াদ যথাক্রমে ২৮ দিন এবং ৫৬ দিন। প্ল্যান দুটিতে দৈনিক ২ জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাওয়া যাবে। প্ল্যান দুটির এক্সট্রা বেনিফিটের মধ্যে রয়েছে Binge all night এবং Vi movies and TV অ্যাক্সেসের সুযোগ।

অন্যদিকে Vi-এর ৩ জিবি দৈনিক ডেটা প্ল্যান দুটির দাম ৫০১ টাকা এবং ৭০১ টাকা। এই প্ল্যান দুটিতে প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধাও উপলব্ধ। এদের ভ্যালিডিটি যথাক্রমে ২৮ দিন ও ৫৬ দিন।