Jio, Airtel, Vi-র সবচেয়ে সস্তা OTT প্ল্যান দেখে নিন, ফোনেই বিনামূল্যে দেখুন সিনেমা, ওয়েব সিরিজ
গ্রাহক আকর্ষণের জন্য ভারতীয় টেলিকম অপারেটরেরা সর্বদাই নতুন নতুন অফার ও সুবিধা নিয়ে হাজির হয়। কলিং, ডেটার সঙ্গে তারা...গ্রাহক আকর্ষণের জন্য ভারতীয় টেলিকম অপারেটরেরা সর্বদাই নতুন নতুন অফার ও সুবিধা নিয়ে হাজির হয়। কলিং, ডেটার সঙ্গে তারা উক্ত সুবিধাগুলি গ্রাহকদের সরবরাহ করে থাকে। অবশ্য সামগ্রিকভাবে দেখতে গেলে বাজারে উপস্থিত প্রধান টেলকোগুলির প্রস্তাবিত অফারে খুব বেশি পার্থক্য চোখে পড়েনা। যেমন ওটিটি (OTT) বেনিফিট যুক্ত প্ল্যানের কথাই ধরা যাক। Reliance Jio, Airtel এবং Vi - কেউই এই বিষয়ে অন্যের তুলনায় পিছিয়ে থাকতে রাজি নয়। বাজারে এই সংস্থাগুলির একাধিক ওটিটি বান্ডলড প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। তবে এই প্রতিবেদনে আমরা তিনটি সংস্থার সবচেয়ে সস্তা ওটিটি বেনিফিট সহ আসা প্ল্যানগুলি নিয়ে আলোচনা করবো।
৬০১ টাকার Reliance Jio ওটিটি-বান্ডলড প্ল্যান
জিও'র এই প্ল্যান রিচার্জ করলে একজন গ্রাহক দৈনিক ৩ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচের ছাড় পাবেন। এছাড়া প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। একইসাথে ৬০১ টাকার রিলায়েন্স জিও ওটিটি-বান্ডলড প্ল্যান উপভোক্তাকে বাড়তি ৬ জিবি ডেটা উপহার দেবে। ওটিটি (OTT) সুবিধার কথা বলতে গেলে, এই প্ল্যান বেছে নিলে গ্রাহক পুরো ১ বছরের Disney+ Hotstar Mobile এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন। সর্বোপরি তিনি সম্পূর্ণ নিখরচায় Jio TV ও Jio Cinema সহ একাধিক জিও অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, দৈনিক ডেটা সীমা (৩ জিবি) অতিক্রম করলে এখানে গ্রাহকেরা ৬৪ কেবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
৬০১ টাকার Vi ওটিটি-বান্ডলড প্ল্যান
জিও'র সবচেয়ে সাশ্রয়ী ওটিটি প্ল্যানের সমমূল্যে বাজারে উপস্থিত ভোডাফোন আইডিয়ার এই প্যাক রিচার্জ করলে গ্রাহকেরা ২৮ দিনের মেয়াদে দৈনিক ৩ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন। এছাড়া বাড়তি হিসেবে সংস্থা তাকে ১৬ জিবি অতিরিক্ত ডেটা উপহার দেবে। এখানেই শেষ নয় বরং এই ভিআই প্ল্যানের গ্রাহকেরা প্রতি মাসে আরো ২ জিবি ব্যাকআপ ডেটা খরচ করতে পারবেন। ফলে ডেটা অফারের দিক থেকে দেখতে হলে ৬০১ টাকার ভিআই প্ল্যান রিচার্জ গ্রাহকের পক্ষে বেশ লাভজনক।
ডেটা ছাড়াও উপরোক্ত রিচার্জ বিকল্পটি দিনে ১০০ এসএমএস পাঠানো এবং অফুরন্ত ভয়েস কল করার স্বাধীনতা দেবে। ওটিটি সুবিধার কথা বলতে গেলে এখানেও গ্রাহকেরা এক বছরের Disney+ Hotstar Mobile সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন। তাছাড়া গ্রাহকের জন্য থাকছে Vi Movies & TV অ্যাপ্লিকেশনের পূর্ণ অ্যাক্সেস। সর্বোপরি আলোচ্য ভিআই প্ল্যান 'বিঞ্জ অল নাইট' এবং 'উইকেন্ড ডেটা রোলওভার' সুবিধার সাথে উপলব্ধ, যা এর গ্রাহক আকর্ষণের অন্যতম হাতিয়ার।
৫৯৯ টাকার Airtel ওটিটি-বান্ডলড প্ল্যান
এই প্ল্যানও ২৮ দিনের বৈধতা সহ উপলব্ধ, যা গ্রাহককে দৈনিক ৩ জিবি ডেটা, ১০০টি এসএমএস খরচ সহ অফুরন্ত ভয়েস কলিংয়ের পূর্ণ ছাড়পত্র দেবে। দৈনিক ডেটা খরচের সীমা অতিক্রম করলে প্ল্যান রিচার্জকারীদের ইন্টারনেট গতি ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে। ওটিটি সুবিধার কথা বলতে গেলে এয়ারটেলের আলোচ্য বিকল্পটি ৪৯৯ টাকা মূল্যের Disney+ Hotstar Mobile প্ল্যান সম্পন্ন নিখরচায় প্রদান করবে। উপরন্তু এখানে গ্রাহকেরা ট্রায়াল হিসেবে ৩০ দিনের জন্য Amazon Prime Video Mobile Edition ব্যবহারের সুযোগ পাবেন। তাছাড়া প্ল্যানটি রিচার্জ করলে বিনামূল্যে Shaw Academy, Wync Music ব্যবহার করা যাবে।