Reliance Jio ও BP যৌথ ভাবে ভারতে প্রথম পেট্রোল পাম্প চালু করছে

গতবছর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স (Reliance)-এর ৪৯% শেয়ারের দখল নিয়ে ছিল আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ পেট্রোলিয়াম (BP plc)। ১ বিলিয়ন ডলারের বিনিময়ে রিলায়েন্সের ১,৪০০…

গতবছর ভারতের ধনকুবের মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স (Reliance)-এর ৪৯% শেয়ারের দখল নিয়ে ছিল আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ পেট্রোলিয়াম (BP plc)। ১ বিলিয়ন ডলারের বিনিময়ে রিলায়েন্সের ১,৪০০ টি পেট্রল পাম্প এবং ৩১ টি অ্যাভিয়েশান টারবাইন ফুয়েল (ATF) স্টেশনের মালিকানা পেয়েছিল ব্রিটিশ সংস্থাটি। এবার জিও-বিপি (Jio-BP) নামে সংস্থা দুটি যৌথ উদ্যোগে এদেশে প্রথম পেট্রোল পাম্প খুলতে চলেছে মুম্বাইতে। সম্প্রতি এই বিষয়টি সর্বসমক্ষে জানিয়েছে ব্রিটিশ সংস্থাটি।

এমনকি রিলায়েন্সের বিদ্যমান পেট্রল পাম্পগুলিও ‘জিও-বিপি’ নামে যৌথ উদ্যোগের আওতাধীনে আনার কথা জানিয়েছে রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড। ফলে খুব শীঘ্রই দেশে রিলায়েন্সের সমস্ত পেট্রোল পাম্পগুলির পরিবর্তিত নাম নজরে আসবে। বার্ষিক শক্তি সম্মেলন সেরাউইক (CERAWeek)-এ বিপি-র প্রধান কার্যনির্বাহী বার্নার্ড লুনি (Bernard Looney) বলেছেন, “২০২৫ সালের মধ্যে পেট্রোল পাম্পের সংখ্যা ৫,৫০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও বলেছেন, “ঐতিহ্যগতভাবে রিলায়েন্সের প্রায় ১,৫০০ টি পেট্রোল পাম্প এখন জিও-বিপি নামে পরিচিত হয়েছে। আমরা মুম্বাইয়ের কাছে আমাদের প্রথম পেট্রোল পাম্প খুলতে চলেছি।”

বার্নার্ড আগামী মাসেই ভারতে আসবেন বলেও জানিয়েছেন। ইতিমধ্যেই রিলায়েন্স-বিপি যৌথ উদ্যোগে পূর্বের কেজি-ডি৬ ব্লকে উৎপাদনের জন্য দেশের দুটি গ্যাস ফিল্ড কিনেছে। তারা ভারতের ১৫% প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা মেটানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বলে বার্নার্ড জানিয়েছে। সেই ক্ষেত্রগুলিতে আগামী বছরের শেষ থেকেই প্রাকৃতিক গ্যাস উৎপাদনের কাজ শুরু হবে বলেও জানান তিনি। ভবিষ্যতে নিজেদের ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যেই এই যৌথ প্রয়াস বলেও জানিয়েছে সংস্থাটি।

একই সাথে বার্নার্ড বলেছেন, আগামী দিনে আমরা দেশের বৈদ্যুতিকরণকে গুরুত্ব দিয়ে ইলেকট্রিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করব। উল্লেখ্য দেশের বেশিরভাগ (৭৮,৭৫১টি) পেট্রোল পাম্প এখনো সরকারের পরিচালনাধীন রয়েছে। যেখানে উক্ত সংস্থা দুটির হাতে রয়েছে মাত্র ১,৪২৭টি পেট্রোল পাম্প। এর মধ্যেও মালিকানার ভাগাভাগি হয়েছে। তবে নিজেদের শেয়ার বিক্রি করলেও রিলায়েন্স-বিপি মোবিলিটি লিমিটেডের বাকি ৫১ শতাংশের মালিকানা রয়েছে রিলায়েন্সের হাতেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন