JioGamesCloud: ফোন, কম্পিউটার ও টিভির জন্য গেমিং পরিষেবা চালু করল জিও, কি কি গেম থাকছে

তিন বছর পূর্বে আয়োজিত একটি রিলায়েন্স এজিএম (Reliance AGM) ইভেন্টে প্রথম JioGamesCloud -এর ঘোষণা করা হয়েছিল। আর এখন...
SUPARNA 28 Nov 2022 8:05 PM IST

তিন বছর পূর্বে আয়োজিত একটি রিলায়েন্স এজিএম (Reliance AGM) ইভেন্টে প্রথম JioGamesCloud -এর ঘোষণা করা হয়েছিল। আর এখন আপামর জনসাধারণের জন্য এই গেমিং প্ল্যাটফর্মের বিটা আর্লি অ্যাক্সেস প্রদান করা হল৷ এই ভারতীয় ক্লাউড গেমিং পরিষেবাটির প্ল্যাটফর্মে হাই-কোয়ালিটি টাইটেল অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে, যার মধ্যে সামিল রয়েছে - Saints Row IV, Kingdom Come Deliverance ইত্যাদি। ফলে এই গেমগুলি পরীক্ষা করতে আগ্রহী ইউজাররা JioGamesCloud বিটা প্রোগ্রামের অধীনে সাইন আপ করতে পারেন এবং JioGames অ্যান্ড্রয়েড অ্যাপ, ওয়েব ব্রাউজার বা JioFiber সেট-টপ বক্সে উপলব্ধ ক্যাটালগ থেকে গেমগুলি টেস্ট করতে পারেন৷ এক্ষেত্রে সবথেকে মজার বিষয় হল, তালিকাভুক্ত প্রতিটি গেম ডাউনলোড, ইনস্টলেশন বা আপডেটের প্রয়োজন ছাড়াই তাৎক্ষণিকভাবে খেলার জন্য উপলব্ধ এই প্ল্যাটফর্মে।

Reliance -এর নতুন ক্লাউড গেমিং সার্ভিস JioGamesCloud এখন বিটা ভার্সনে উপলব্ধ

অন্যান্য ক্লাউড গেমিং পরিষেবার ন্যায়, জিওগেমসক্লাউডেও গেমের লোডিং টাইম এবং পারফরম্যান্স সম্পূর্ণরূপে আপনার ইন্টারনেট কানেকশনের উপর নির্ভরশীল। এক্ষেত্রে একটি অ্যান্ড্রয়েড ফোন, উইন্ডোজ ল্যাপটপ এবং ম্যাকবুক এয়ারে পরিচালিত টেস্টিং অনুসারে - আলোচ্য গেমিং প্ল্যাটফর্মটি ফুল-এইচডি ১০৮০পিক্সেল গ্রাফিক্স সহ ১৬mbps স্পিডে মোটামুটি মসৃণ পারফরম্যান্স অফার করছিল৷ সর্বোপরি জিও সিম-হোল্ডার ছাড়াও অন্যান্য টেলিকম পরিষেবা গ্রাহকেরাও উক্ত প্ল্যাটফর্মকে বর্তমানে বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। যদিও আমাদের অনুমান, বিটা ট্রায়ালের পরে এই পরিষেবাটিকে Xbox Game Pass -এর অনুরূপ একটি মাসিক সাবস্ক্রিপশনে প্ল্যানের অধীনে নিয়ে আসা হবে। প্রসঙ্গত, ২০২০ সালে রিলায়েন্স জিও নিশ্চিত করেছিল যে ভারতে তাদের প্রোজেক্ট xCloud গেমিং পরিষেবা নিয়ে আসার জন্য আমেরিকা ভিত্তিক বহুজাতিক টেকনোলজি কোম্পানি Microsoft -এর সাথে হাত মেলানো হয়েছে।

https://twitter.com/JioGames/status/1596411899955929091

JioGamesCloud কন্ট্রোলার সাপোর্ট

একটি অ্যান্ড্রয়েড ডিভাইসে, জিওগেমসক্লাউড বেশিরভাগ ফোন-ভিত্তিক সফ্টওয়্যারের মতোই কাজ করে। অর্থাৎ মোবাইলে অন-স্ক্রিন কন্ট্রোলার দেখা যায় অথবা সংযুক্ত ব্লুটুথ কন্ট্রোলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়৷ অন্যদিকে, এই গেমিং পরিষেবার ডেস্কটপ সংস্করণটি কীবোর্ড এবং মাউস সেটআপের উপর নির্ভরশীল, একই সাথে কন্ট্রোলারও সমর্থন করে। একটি ট্রায়াল টেস্টিংয়ে দেখা গেছে, এই গেমিং প্ল্যাটফর্মটি PS5 -এর DualSense এবং Xbox Series X -এর সাথে আসা Xbox ওয়্যারলেস কন্ট্রোলারে সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। যদিও উভয় ক্ষেত্রেই D-Pad কাজ করেনি, এবং DualSense-এর কন্ট্রোল সেটআপ যথাযথ ছিল না এবং তা পরিবর্তন করা যায়নি।

কন্ট্রোলার সাপোর্ট সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে থাকা JioGamesCloud FAQ বিভাগে একটি নোটে উল্লেখ আছে যে, "টেলিভিশনে গেম খেলার জন্য আপনার সেট-টপ-বক্স এবং JioGamesNow অ্যাপের সাথে সংযুক্ত একটি গেমিং কন্ট্রোলার (ব্লুটুথ বা ওয়্যার) প্রয়োজন হবে।"

কীভাবে JioGamesCloud ব্যবহার করে গেম খেলবেন?

জিওগেমসক্লাউড প্ল্যাটফর্মে লগ ইন করার জন্য একটি ফোন নম্বর প্রয়োজন। এক্ষেত্রে আমরা আগেই বলেছি, জিও সিম কার্ড ছাড়াও যেকোনো টেলিকম সংস্থার মোবাইল নম্বর ব্যবহার করা যাবে৷ যাইহোক, পরবর্তীতে একটি "স্টেবল ইন্টারনেট কানেকশন" থাকার কথা জানানো হয়েছে। আর "সেরা গেমিং এক্সপিরিয়েন্স" উপভোগ করার জন্য গুগল ক্রোম (Google Chrome) ওয়েব ব্রাউজারে গিয়ে অনলাইনে গেম খেলার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে গেম খেলার জন্য ৫জি (5G) বা ওয়াই-ফাই (Wi-Fi) কানেকশন থাকতে হবে। তবে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৫.০ থেকে অ্যান্ড্রয়েড ১২.০ ওএস ভার্সন দ্বারা চালিত হলে তবেই শুধুমাত্র এই পরিষেবা সাপোর্ট করবে। মোবাইলে, জিওগেমসক্লাউড -কে জিওগেমসের (JioGames) অ্যাপের অধীনে একটি নতুন ট্যাব হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে একটি লিমিটেড লাইব্রেরি লিস্ট তৈরী করে, ক্যাটাগরি অনুসারে গেমগুলিকে সাজানো হয়েছে।

প্রসঙ্গত, অ্যান্ড্রয়েড মোবাইলে 'Kingdom Come Deliverance' এবং 'Saints Row IV' খেলাকালীন একটি নতুন অ্যানিমেশন লোড হওয়ার সময় স্ক্রীন ফ্রিজ এবং ক্র্যাশের সমস্যা স্পট করা গেছে৷ গেমগুলিকে একদম লো-কোয়ালিটি সেটিংসে খেলা সত্ত্বেও স্ক্রিন ফ্লিকার এবং সাউন্ড কাটের মতো ইস্যু বিদ্যমান ছিল৷ যাইহোক, হয়তো ভারী AAA টাইটেল হওয়ার কারণেই এমনটা হচ্ছে বলে মনে হয়। কেননা আমরা Ben 10 -এর মতো হালকা গেমও খেলছি, যা অত্যন্ত মসৃণ পারফরম্যান্স দিয়েছে। একই সাথে আমাদের মনে রাখতে হবে যে, জিওগেমসক্লাউড বর্তমানে বিটা ভার্সনে চলমান আছে।

যাইহোক, পিসিতে গেমিং পারফরম্যান্স তুলনায় অনেকটা ভালো হলেও 'আপ-টু-দ্য-মার্ক' ছিল না। যেমন, 'Saints Row IV' গেমে আমরা কিছু ইনপুট ডিলে (বিলম্ব) সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং একই সাথে ক্যামেরা মুভমেন্টের সময়ে মাঝে মধ্যে স্ক্রিন আটকে যাওয়ার মতো ঘটনাও নজরে পড়েছে। গেমটি সম্ভাব্য লো-সেটিংসে চলছিল এবং গ্রাফিক্স সেটিংস অ্যান্ড্রয়েড ও পিসি উভয় ডিভাইসেই অ্যাক্সেসযোগ্য ছিল না। অন্যদিকে, 'Kingdom Come Deliverance' -এ মোশন ব্লার অন্তর্ভুক্ত করায় তা ল্যাগ ইস্যু মোকাবেলা করতে সক্ষম হয়েছে।

JioGamesCloud -এর সাথে সংযুক্ত করা হতে পারে Nvidia GeForce Now গেমিং স্ট্রিমিং সার্ভিস

আপাততভাবে জিওগেমসক্লাউড প্ল্যাটফর্মের গেম লাইব্রেরি বেশ সীমিত। তবে সময়ে সময়ে আপডেট আনার মাধ্যমে লাইব্রেরি সমৃদ্ধ করার পরিকল্পনার কথা সামনে এনেছে সংস্থা। এছাড়া অফিশিয়াল ডিসকর্ড চ্যানেলের এক সাপোর্ট টিম মেম্বার নিশ্চিত করেছেন যে, রিলায়েন্স তাদের জিওগেমসক্লাউডের মাধ্যমে Nvidia -এর নিজস্ব ক্লাউড-ভিত্তিক গেম স্ট্রিমিং সার্ভিস GeForce Now কে উপলব্ধ করতে ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক কোম্পানির সাথে চুক্তি সাক্ষর করেছে। আর এই দাবি যে মিথ্যে নয়, তা প্রমান করেছে সম্প্রতি ফাঁস হওয়া সেট-টপ বক্স ভার্সনের একটি স্ক্রিনশট। যেখানে একটি GeForce ট্যাব রয়েছে, যার অধীনে Watch Dogs 2, Destiny 2, এবং Trackmania মতো টাইটেল তালিকাভুক্ত করা হয়েছে৷

JioGamesCloud গেম লাইব্রেরি

জিওগেমসক্লাউডে এখনো খুব একটা পরিচিত AAA টাইটেল বা বিকল্প সামিল করা হয়নি। উপলব্ধ কয়েকটি গেমের নাম নীচে উল্লেখ করা হল :

Saints Row: The Third
Saints Row IV
Kingdom Come Deliverance
Beholder
Deliver Us The Moon
Flashback
Shadow Tactics: Blades of the Shogun (controller-only)
Steel Rats
Victor Vran
Blacksad: Under the Skin
Garfield Kart Furious Racing

প্রসঙ্গত, জিওগেমসপ্লে (JioGamesPlay) এখন ডেস্কটপ ব্রাউজার, জিওগেমস (JioGames) অ্যান্ড্রয়েড অ্যাপ এবং জিওফাইবার (JioFiber) সেট-টপ বক্সে আর্লি অ্যাক্সেসের জন্য বিনামূল্যে উপলব্ধ। তবে বিটা টেস্টিং পিরিয়ডের পর এটিকে হয়তো একটি সাবস্ক্রিপশন-ভিত্তিক পরিষেবা হিসাবে অফার করা হবে। যদিও এই পরিষেবাকে কবে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে সেই বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে ডিসকর্ড সাপোর্ট টিমের সদস্যরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের জানুয়ারিতে হয়তো লঞ্চ টাইমলাইন নির্ধারিত করা হতে পারে।

Show Full Article
Next Story