ডিসেম্বরে আসছেনা ৪ হাজার টাকার Jio Google 4G ফোন, জেনে নিন কারণ

টেক জায়ান্ট গুগলের সাথে হাত মিলিয়ে ডিসেম্বর মাসেই জিও, ভারতে সস্তায় 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে বিভিন্ন রিপোর্ট মারফত জানা গিয়েছিল। তবে সম্প্রতি…

টেক জায়ান্ট গুগলের সাথে হাত মিলিয়ে ডিসেম্বর মাসেই জিও, ভারতে সস্তায় 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে বিভিন্ন রিপোর্ট মারফত জানা গিয়েছিল। তবে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, Jio Google 4G ফোন ডিসেম্বরে আসছেনা। নাইন্টিওয়ান মোবাইলস এর এই রিপোর্টে বলা হয়েছে, জিও গুগল ৪জি ফোন পরীক্ষার পর্যায়ে থাকার জন্য ডিসেম্বরে লঞ্চ হবে না। এটি বাজারে আসতে এখনও মাস তিনেক সময় লাগতে পারে। সুতারাং আগামী বছরের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত আমাদের Jio Google 4G ফোনের জন্য অপেক্ষা করতে হবে।

রিপোর্ট অনুযায়ী, জিও 2G মুক্ত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে 4G স্মার্টফোনের দাম রাখতে পারে ৪,০০০ টাকার মধ্যে। ফলে 2G ফিচার ফোন ব্যবহারকারীরাও সস্তার 4G স্মার্টফোনের দিকে ঝুঁকবেন। জিওর আগামী দুই বছরের মধ্যে ২০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদনের পরিকল্পনার কথা মাঝে জানা গিয়েছিল।

চার বছর আগে স্বল্পমূল্যে 4G ডেটা চালু করে টেলিকম শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল Jio। জিওকে অনুসরন করে তারপর বাকি সংস্থাগুলিও প্রতিযোগিতায় টিকে থাকতে সস্তায় 4G পরিষেবা দিতে বাধ্য হয়। এরপর 4G কানেক্টিভিটি সহ জিওর ফিচার ফোন, JioPhone বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এতবছর ধরে গ্রাহকেরা সস্তার বেসিক ফোনগুলিতে সীমিত কিছু ফিচারই অ্যাক্সেস করার সুযোগ পেতেন। জিও সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দেয়। ফলে জিও এবার স্মার্টফোন মার্কেটেও ঝড় তুলতে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে।

জিওর আসন্ন 4G অ্যান্ড্রয়েড স্মার্টফোন সর্ম্পকে বিশেষ কিছু এখনও জানা যায় নি। তবে সস্তার অ্যান্ড্রয়েড ফোনগুলির মতো এটি অ্যান্ড্রয়েড গো ভার্সনের সাথে আসতে পারে। যেহেতু কোয়ালকম ইতিমধ্যে রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে ৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাই এতে স্ন্যাপড্রাগন চিপসেট থাকতে পারে বলে অনুমান করা যায়। অন্যদিকে রিলায়েন্স জিও খুব শীঘ্রই চীনা স্মার্টফোন কোম্পানি Vivo এর সাথে মিলে ভারতে “Jio exclusive’  স্মার্টফোন আনতে পারে। ইকোনোমিক টাইমস এর রিপোর্ট অনুযায়ী, Jio সম্প্রতি একধিক কোম্পানির সাথে কথা বলছে তাদের নিজস্ব স্মার্টফোন আনার জন্য। এই ফোনগুলির দাম ৮,০০০ টাকার কাছাকাছি থাকবে।