Startlink, Airtel কে টেক্কা দিতে এবার স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা আনছে Reliance Jio
স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা প্রদানে এবার স্টারলিঙ্ক (Starlink) এবং ওয়ানওয়েবের (OneWeb) মতো সংস্থার বিরুদ্ধে...স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড পরিষেবা প্রদানে এবার স্টারলিঙ্ক (Starlink) এবং ওয়ানওয়েবের (OneWeb) মতো সংস্থার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতে তৈরী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিও (Reliance Jio)। এজন্য Jio'র সহযোগী প্রতিষ্ঠান সম্প্রতি দেশের টেলিযোগাযোগ দপ্তরের (Department of Telecommunications বা DoT) কাছে স্যাটেলাইট ভিত্তিক গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন (GMPCS) লাইসেন্স চেয়ে আবেদন করেছে। একবার লাইসেন্স আদায় হলে Reliance Jio স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা সরবরাহ করতে পারবে যা সংস্থার অনুরাগীদের পক্ষে অত্যন্ত ভালো খবর।
Starlink, OneWeb, Amazon Project Kuiper জাতীয় সংস্থার বিরুদ্ধে বাজার দখলের প্রতিদ্বন্দ্বিতায় নামবে JSCL
স্টারলিঙ্ক, ওয়ানওয়েব, প্রোজেক্ট কাইপারের মতো সংস্থার বিরুদ্ধে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহের বাজার দখলে প্রতিদ্বন্দ্বিতায় নামবে কয়েক মাস আগে তৈরী জিও স্যাটেলাইট কমিউনিকেশনস লিমিটেড বা সংক্ষেপে জেএসসিএল (JSCL)। তবে সেজন্য সংস্থাটিকে এখন জিএমপিসিএস (GMPCS) লাইসেন্সের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য যে স্টারলিঙ্ক ঠিক যে ধরনের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের কথা বলে, জেএসসিএলের পরিষেবা তার থেকে অনেকটাই আলাদা হবে।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জিও মূলত সেলুলার ব্যাকহল পরিষেবা সরবরাহের কথাই ভাবছে। প্রান্তিক এবং বিচ্ছিন্ন এলাকায় সংস্থাটি এই পরিষেবা সরবরাহ করবে। এজন্য তারা তাদের স্যাটেলাইট ব্যান্ডউইথ ক্ষমতা পুনরায় বিক্রি (Resell) অথবা ইজারা (Lease) দেওয়ার কথা ভাবছে। উল্লেখ্য, ভারতী এয়ারটেল অধিকৃত ওয়ানওয়েব সংস্থাও ঠিক এই ধরনের পরিষেবা প্রদানের কথা বলে থাকে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ওয়ানওয়েবের পক্ষ থেকেও সম্প্রতি জিএমপিসিএস (GMPCS) লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে। তবে কবে নাগাদ সংস্থাটি এই লাইসেন্স পাবে তা এখনই বলা যাচ্ছেনা।
এদিকে সংবাদ সূত্রের মতে Hughes এবং Airtel উভয় সংস্থার যৌথ উদ্যোগের অংশ হিসেবে OneWeb আগামীদিনে Hughes Communications India প্রাইভেট লিমিটেডের সঙ্গে একত্রিত ভাবে কাজ করবে। যদিও তার ফলে পরিষেবা প্রাপ্তির দিনক্ষণ এগিয়ে আসবে কিনা সেকথা জানা যায়নি।
চলতি বছরের এপ্রিলে আসছে না Starlink পরিষেবা
পরিশেষে বলে রাখা ভালো, ভারতে স্টারলিঙ্কের স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ড পরিষেবার আগমন আপাতত বিশ বাঁও জলে! সম্প্রতি ভারতে সংস্থার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় ভার্গবকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে চলতি বছরের এপ্রিলে ভারতে স্টারলিঙ্ক পরিষেবা আগমনের কথা শোনা গেলেও বর্তমানে তাঁর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছেনা।