Jio Media Cable: পুরানো টিভি হবে স্মার্ট, বিনামূল্যে দেখা যাবে IPL, আসছে জিও মিডিয়া কেবল
গত বছরের শেষের দিকে সম্পূর্ণ নিখরচায় JioCinema-র মাধ্যমে ইউজারদেরকে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিয়েছিল Jio। আবার,...গত বছরের শেষের দিকে সম্পূর্ণ নিখরচায় JioCinema-র মাধ্যমে ইউজারদেরকে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিয়েছিল Jio। আবার, কিছুদিন আগে BCCI ঘোষণা করেছে যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL) এর ডিজিটাল সম্প্রচারের অধিকার ছিনিয়ে নিয়েছে JioCinema (Viacom18)। অর্থাৎ, এ বছর একেবারে নিখরচায় আইপিএল দেখার সুযোগ পেতে চলেছেন ইউজাররা। তবে যে সকল গ্রাহকদের বাড়িতে পুরোনো টিভি রয়েছে এবং যারা Jio সিম ব্যবহার করেন না, তারা নিশ্চয়ই এখন ভাবছেন যে, উক্ত খবরটি তাদের জন্য খুব একটা ফায়দাজনক নয়। সেক্ষেত্রে আপনিও যদি এই দলের অন্তর্ভুক্ত হন, তাহলে আপনাকে বলি যে, আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। আসলে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, খুব শীঘ্রই মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানিটি মার্কেটে Jio Media Cable নামক একটি ছোট্ট ডিভাইস নিয়ে আসতে চলেছে, যেটিকে ফোন মারফত টিভির সাথে কানেক্ট করে দিলেই ইউজাররা অতি অনায়াসে পুরোনো টিভিতে আইপিএল দেখতে সক্ষম হবেন। অর্থাৎ, এই ডিভাইসটির দৌলতে এক নিমেষেই পুরোনো টিভি হয়ে উঠবে স্মার্ট টিভি। তদুপরি, এর জন্য ব্যবহারকারীদের কাছে Jio সিম থাকাও বাধ্যতামূলক নয়। চলুন Jio Media Cable ডিভাইসটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Jio Media Cable কী?
জিও মিডিয়া কেবল হল খুব সাধারণ একটি স্ট্রিমিং ডিভাইস। এটি অনেকটা অ্যামাজনের ফায়ারস্টিক (Amazon Firestick) বা গুগলের ক্রোমকাস্ট (Google Chromecast)-এর মতো কাজ করবে। এর দৌলতে পুরোনো টিভিকে এক চুটকিতেই স্মার্ট টিভিতে বদলে ফেলা সম্ভব। জিও মিডিয়া কেবল ডিভাইসটিকে টিভিতে (LED, LCD-সহ যে-কোনো টিভি) কানেক্ট করলেই ইউজাররা তাদের প্রিয় সিরিয়াল থেকে শুরু করে খেলাধূলা পর্যন্ত সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে দেখতে সক্ষম হবেন। সবচেয়ে বড়ো কথা হল, এর জন্য ইউজারদের ফোনে যে-কোনো সংস্থার সিম কার্ড থাকলেই চলবে। ফলে পুরোনো টিভির মালিকদের জন্য জিও-র এই ডিভাইসটি যে বেশ কার্যকর, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
প্রসঙ্গত জানিয়ে রাখি, জিও মিডিয়া কেবলের লঞ্চকে কেন্দ্র করে বহুদিন ধরেই টেকমহলে বিস্তর জল্পনাকল্পনা চলছে। ২০১৭ সাল থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে, খুব শীঘ্রই বাজারে এই ইলেকট্রনিক গ্যাজেটটির আগমন ঘটতে পারে। তবে এরপরে ছয় বছর কেটে গেলেও ডিভাইসটি এখনও পর্যন্ত মার্কেটে পা রাখতে পারেনি। যদিও হালফিলে যেহেতু জিওসিনেমা সম্পূর্ণ বিনামূল্যে আইপিএল সম্প্রচারের অধিকার পেয়েছে, তাই এবার জিও এটিকে নিশ্চিতভাবে বাজারে আনবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। আবার, অনেকেই বিষয়টিকে জিওসিনেমার প্রতি গ্রাহকদের আকর্ষণ বাড়ানোর কৌশল বলে মনে করছেন।
উল্লেখ্য, সম্প্রতি জিও মিডিয়া কেবল ডিভাইসটির সম্পর্কে বিশদে বর্ণনা করে ‘জ্ঞান থেরাপি’ (GyanTherapy) নামক ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন এক টিপস্টার। তিনি জানিয়েছেন যে, এর মাধ্যমে ফোনকে মোবাইল টিভিতে কনভার্ট করা যাবে। সেইসাথে তিনি একথাও উল্লেখ করেছেন যে, রিলায়েন্স ডিজিটালের সঙ্গে যৌথ সহযোগিতায় এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই অনেকেই নিশ্চিতভাবে আশা করছেন যে, খুব শীঘ্রই মার্কেটে এই ইলেকট্রনিক গ্যাজেটটির দেখা মিলতে পারে।
Jio Media Cable-এর দাম কত হবে?
যদিও আগামী মাসেই আইপিএল শুরু হতে চলেছে, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত জিও মিডিয়া কেবলের দাম এবং এটির লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কোনো সুনিশ্চিত তথ্য সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটির দাম ৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে রাখা হবে। সেক্ষেত্রে সত্যি সত্যিই যদি এতটা সাশ্রয়ী মূল্যে ডিভাইসটি মার্কেটে পা রাখে, তাহলে বহু সংখ্যক গ্রাহক যে নিশ্চিতভাবে এটি ব্যবহার করতে আগ্রহী হবেন, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।