সাশ্রয়ী দামের Jio Phone Next এর বিশেষত্ব কী? সামনে আসল Google Play Console থেকে

Reliance Jio গত জুনে তাদের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় Jio Phone Next এর ঘোষণা করেছিল। সেই সময় সংস্থার তরফে জানানো হয়েছিল যে, এই সস্তা স্মার্টফোনটি…

Reliance Jio গত জুনে তাদের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় Jio Phone Next এর ঘোষণা করেছিল। সেই সময় সংস্থার তরফে জানানো হয়েছিল যে, এই সস্তা স্মার্টফোনটি ১০ সেপ্টেম্বর লঞ্চ করা হবে। যদিও গত মাসে জিও একটি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করে যে, ফোনটি দীপাবলীর সময় বাজারে আসবে। অর্থাৎ আর কয়েক সপ্তাহের মধ্যেই ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হবে। তবে তার আগে Jio Phone Next কে এখন গুগল প্লে কনসোলে (Google Play Console) দেখা গেল।

Jio Phone Next এর Google Play Console‌ লিস্টিং

টিপস্টার, অভিষেক যাদব, জিও-গুগল নির্মিত আলোচ্য অ্যান্ড্রয়েড ফোনটি গুগল প্লে কনসোলে খুঁজে পেয়েছেন। এখান থেকে জানা গেছে জিও ফোন নেক্সট এইচডি প্লাস (৭২০ x ১৪৪০ পিক্সেল) ডিসপ্লে সহ আসবে। আবার এই ফোনে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ প্রসেসর। এতে ২ জিবি র‌্যাম থাকবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে চলবে।

এর আগে শোনা গিয়েছিল, জিও ফোন নেক্সট ফোনে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে দেখা যাবে। আবার ফটোগ্রাফির জন্য থাকবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ ও ৩ জিবি পর্যন্ত র‌্যাম সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে ২,৫০০ এমএএইচ ব্যাটারি।

আগেই বলেছি Reliance Jio টেক জায়ান্ট Google এর সাথে হাত মিলিয়ে Jio Phone Next ডেভেলপ করেছে। এতে Google এর কিছু বিশেষ ফিচার যেমন, অনস্ক্রিন ট্রান্সলেশন, অটোমেটিক রিড অ্যালাউড, ফিল্টার সহ ক্যামেরা ও গুগল অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে। ফোনটি ৫,০০০-৭,০০০ টাকার মধ্যে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন