Jio ইউজারদের জন্য সুখবর, চলে এল JioSaavnTV, কি সুবিধা জানুন

২০১৬ সালে Reliance Jio নেটওয়ার্ক এবং অন্যান্য Jio অ্যাপ্লিকেশন-পরিষেবার সাথে লঞ্চ হয় Jio Music প্ল্যাটফর্ম – যা মূলত গান, কলারটিউন এবং মিউজিক সংক্রান্ত বিনোদন প্রদানের…

২০১৬ সালে Reliance Jio নেটওয়ার্ক এবং অন্যান্য Jio অ্যাপ্লিকেশন-পরিষেবার সাথে লঞ্চ হয় Jio Music প্ল্যাটফর্ম – যা মূলত গান, কলারটিউন এবং মিউজিক সংক্রান্ত বিনোদন প্রদানের জন্য আসে। কিছুদিন পর এটির সাথে সংযুক্ত হয় মিউজিক প্ল্যাটফর্ম, Saavn, যার ফলে এখন এটি JioSaavn নামে পরিচিত। সেক্ষেত্রে লঞ্চের পর থেকে এখনো পর্যন্ত নানারকম মজাদার অভিজ্ঞতা সরবরাহ করার পর, এবার দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মটি একটি নতুন ফিচার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে JioSaavnTV। এই নব সংযোজিত ফিচারটি অন্যান্য ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গিয়েছে।

মনে করা হচ্ছে JioSaavn-এ সংযোগিত এই ফিচারটির মাধ্যমে Jio, ইউজারদের ভিডিও মিউজিক উপভোগ করার বিষয়টি সহজলভ্য করে তুলতে চাইছে। তাছাড়া এটি উচ্চমানের স্ট্রিমিং প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দের তালিকার প্রথমে জায়গা করে নেওয়ার চেষ্টাও করতে পারে। এক্ষেত্রে Reliance Jio-র এই নতুন ভিডিও ফিচারটির সাহায্যে কোনো মিউজিক ভিডিও তো দেখা যাবেই, পাশাপাশি ইউজাররা মিউজিক চ্যানেল এবং ভিডিও প্লেলিস্ট অ্যাক্সেস করতে পারবেন। আবার এই JioSaavnTV ব্যবহার করার জন্য আগ্রহীদের আলাদা কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মের দ্বারস্থ হতে হবেনা।

কিভাবে অ্যাক্সেস করা যাবে JioSaavnTV?

এখন থেকে ইউজাররা হোম পেজে একটি নতুন ট্যাব দেখতে পাবেন, যেখান থেকে মিউজিক টিভি চ্যানেল এবং মিউজিক ভিডিও প্লেলিস্টগুলি অ্যাক্সেস করা যাবে। এখান থেকে ইউজাররা নিজের পছন্দের জেনার, শিল্পী, চ্যানেল ইত্যাদির মিউজিকগুলি পরপর দেখতে/শুনতে সক্ষম হবেন। এছাড়া এতে নির্বিঘ্নে ট্র্যাক স্যুইচ করা যাবে এবং ফুল স্ক্রিন ভিডিও দেখা যাবে। ফুল স্ক্রিন ভিডিও দেখতে JioSaavn ইউজারদের হরিজোন্টাল এবং ভার্টিকাল মোডের মধ্যে ফ্লিপ করতে হবে।

বলে রাখি, ফিচারটি লঞ্চের দরুন JioSaavn, বাদশা, জাস্টিন বিবার, দুয়া লিপাদের মিউজিক ভিডিও সহ বিজ্ঞাপনী প্রচার চালাচ্ছে। প্রায় প্রতিটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই এটির প্রচার করা হচ্ছে। আগ্রহীরা Instagram থেকে VR মোডে JioSaavnTV অ্যাক্সেস করতে পারবেন।

https://twitter.com/JioSaavn/status/1402148880980971524?s=20

তবে এই নতুন ফিচার যে একেবারেই ফ্রি-তে মিলবে এমন নয়। রিপোর্ট বলছে, JioSaavn Pro সাবস্ক্রাইবাররা JioSaavn অডিওর মতই বিজ্ঞাপন ছাড়া আনলিমিটেড ভিডিও অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু সাধারণ ইউজাররা অর্থাৎ যারা নিখরচায় প্ল্যাটফর্মটি ব্যবহার করেন, তারা প্রতি মাসে কেবল তিনটি ভিডিও দেখার অপশন পাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন