এপ্রিল মাসে সবচেয়ে বেশি ডাউনলোড স্পিড দিল Jio, আপলোড স্পিডে এগিয়ে Vi

এপ্রিল মাসে টেলকোগুলির পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট সামনে আনলো কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)। নিজস্ব...
techgup 14 May 2022 12:47 AM IST

এপ্রিল মাসে টেলকোগুলির পারফরম্যান্স সংক্রান্ত রিপোর্ট সামনে আনলো কেন্দ্রীয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই (TRAI)। নিজস্ব MySpeed পোর্টালে সংস্থাটি উক্ত রিপোর্ট প্রকাশ করেছে। এর থেকে আমরা গত মাসে Jio, Airtel, Vi, BSNL প্রমুখ অপারেটরদের কানেক্টিভিটি সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছি। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসে গ্রাহকদের সর্বাধিক গড় ডাউনলোড স্পিড সরবরাহ করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন টেলকো রিলায়েন্স জিও (Reliance Jio)। অন্যান্য সংস্থাগুলি এক্ষেত্রে Jio -র থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। অপরপক্ষে আবার একই সময়ে গড় আপলোড স্পিড প্রদানের ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছে ভোডাফোন আইডিয়া বা ভিআই (Vi)।

এপ্রিল মাসে গ্রাহকদের অপেক্ষাকৃত উন্নত পরিষেবা প্রদান করলো Jio, Vi

আজ্ঞে হ্যাঁ, এপ্রিল মাসে Jio ও Vi উভয় সংস্থাই গ্রাহকদের তুলনামূলক ভালো পরিষেবা সরবরাহ করেছে। ট্রাই প্রকাশিত রিপোর্ট বলছে, মার্চ মাসের নিরিখে নিজস্ব পরিষেবার উন্নতি ঘটিয়ে রিলায়েন্স জিও এপ্রিল মাসে গ্রাহকদের সবচেয়ে বেশি ২৩.১ মেগাবাইট/সেকেন্ডের (Mbps) গড় ডাউনলোড স্পিড প্রদান করেছে, যা অন্য টেলকোদের তুলনায় অনেকটাই বেশি। ফলে এক্ষেত্রে জিও TRAI -এর তালিকায় এক নম্বর স্থান অধিকার করেছে।

অন্যদিকে সমসময়ে (এপ্রিল, ২০২২) Vi গ্রাহকদের ১৭.৭ এমবিপিএসের গড় ডাউনলোড স্পিড প্রদান করেছে, যা ট্রাইয়ের তালিকায় তাদের জিও'র পরে স্থান দিয়েছে। এছাড়া এপ্রিল মাসে Airtel ইউজারদের ১৪.১ এমবিপিএস ও BSNL ৫.৯ এমবিপিএসের গড় ডাউনলোড গতি প্রদান করেছে। এর ফলে শেষোক্ত দুই সংস্থা তালিকায় পেয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থান।

অন্যদিকে গ্রাহকদের গড় আপলোড গতি সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে ভোডাফোন আইডিয়া। এপ্রিল মাসে Vi ইউজারদের সর্বোচ্চ ৮.২ এমবিপিএসের গড় আপলোড গতি প্রদান করেছে, যেখানে তারা জিওকেও পিছনে ফেলেছে। উল্লেখ্য, আলোচ্য সময়ে জিও ইউজারদের সর্বোচ্চ ৭.৬ এমবিপিএসের গড় আপলোড স্পিড প্রদান করেছে।

আবার ডাউনলোড স্পিডের মতো উন্নত আপলোড স্পিড প্রদানেও জিও ও ভিআই -এর তুলনায় পিছিয়ে পড়েছে এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলকো এয়ারটেল। টেলিকম নিয়ামক সংস্থার রিপোর্টের মতে, এপ্রিল মাসে তারা গ্রাহকদের সর্বোচ্চ ৬.১ এমবিপিএসের গড় আপলোড গতি প্রদান করেছে। এছাড়া এপ্রিলে রাষ্ট্রায়ত্ত BSNL গ্রাহকদের ৫.০ এমবিপিএসের গড় আপলোড গতি সরবরাহ করে বরাবরের মতোই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে।

Show Full Article
Next Story