সেরা 5G পরিষেবা দিতে Jio, Airtel, Vi দের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে
আর কিছুদিনের মধ্যেই দেশের কেন্দ্রীয় সরকার টেলিকম অপারেটরদের জন্য 5G স্পেক্ট্রাম নিলামের আয়োজন করতে চলেছে। সেক্ষেত্রে...আর কিছুদিনের মধ্যেই দেশের কেন্দ্রীয় সরকার টেলিকম অপারেটরদের জন্য 5G স্পেক্ট্রাম নিলামের আয়োজন করতে চলেছে। সেক্ষেত্রে চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বর মাস নাগাদ আমরা পরবর্তী প্রজন্মের টেলিকম পরিষেবা ব্যবহারের সুযোগ পেতে পারি। তবে সারা দেশে সুষ্ঠু 5G পরিষেবা ছড়িয়ে দিতে হলে Reliance Jio, Airtel, Vi এবং রাষ্ট্রায়ত্ত BSNL প্রমুখ টেলকোদের বেশ কিছু পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর কেন্দ্রের টেলিযোগাযোগ দপ্তর অর্থাৎ DoT মসৃণ 5G পরিষেবা প্রদানের জন্য টেলকোগুলিকে পরস্পরের সক্রিয় প্রযুক্তি ও পরিকাঠামো ব্যবহারের অনুমতি দেয়। এছাড়া সরকারের পক্ষ থেকে এও জানিয়ে দেওয়া হয় যে টেলিকম অপারেটরেরা তাদের প্রয়োজন অনুযায়ী VSAT প্রযুক্তির ব্যবহার করতে পারে। আক্ষরিক অর্থেই এগুলি টেলকোদের উন্নত 5G পরিষেবা সরবরাহে বেশ সাহায্য করবে বলে আমাদের ধারণা।
পরস্পরের মধ্যে প্রযুক্তি ও পরিকাঠামো আদান-প্রদানের ফলে মিলবে এই সমস্ত সুফল
পরস্পরের মধ্যে প্রযুক্তি ও পরিকাঠামো আদান-প্রদানের পন্থা বেছে নিলে দেশীয় বাজারে উপস্থিত প্রধান টেলকোগুলি অপেক্ষাকৃত স্বল্প খরচে 5G রোলআউটের কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। টেলিকম অপারেটরদের পক্ষে এ এক বড় অব্যাহতি যা তাদের বাড়তি খরচের ভাবনাকে অনেকটাই লাঘব করবে। আসলে স্পেক্ট্রাম কিংবা নেটওয়ার্ক আপগ্রেডেশন মূল্য, রেগুলেটরি ফি প্রভৃতি বাদ দিয়েও 5G রোলআউটের জন্য বিরাট অঙ্কের অর্থব্যয় জরুরি। এক্ষেত্রে পরস্পরের পরিকাঠামো ব্যবহার কোম্পানিদের জন্য লাভদায়ক হতে পারে।
যেমন ভোডাফোন আইডিয়া বা Vi -এর কথাই ধরা যাক। এই মুহূর্তে Jio, Airtel প্রমুখ সংস্থার নিরিখে তারা 4G ক্যাপেক্স ক্ষমতায় বেশ পিছিয়ে রয়েছে। ফলে সেক্ষেত্রে ডটের (DoT) আলোচ্য পরামর্শ মেনে চললে Vi উপকৃত হবে বলে টেলিকম বিশেষজ্ঞদের অভিমত।
উল্লেখ্য, পরবর্তী প্রজন্মের উন্নত 5G পরিষেবার আগমন দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুততর 5G প্রযুক্তিকে কেন্দ্র করে শিল্প এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে জোয়ার আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিভিন্ন এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের দ্বারা দেশের আলাদা আলাদা প্রান্তে যথাযথভাবে ব্যবহৃত হলে 5G পরিষেবা দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তবে সেজন্য টেলিকম অপারেটরদের উন্নত পরিষেবা প্রদানের ব্যাপারে আরো তৎপর হতে হবে।
পরিশেষে বলা দরকার যে এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ব্যবসা বৃদ্ধির ফলে টেলিকম গোষ্ঠীগুলিও ব্যাপক লাভবান হতে পারে। সেক্ষেত্রে একত্রিত ভাবে কাজ করলে টেলকোগুলি পূর্বের তুলনায় অনেক বেশি মুনাফা ঘরে তুলতে পারবে যা বিশেষজ্ঞদের আলোচনায় উঠে এসেছে।