Jio নাকি Airtel নাকি Vi, ৮৪ দিন পর্যন্ত ভ্যালিডিটির কাদের প্ল্যান সেরা সুবিধা দেয়

মোবাইল রিচার্জ করার সময় কলিং ও ডেটা সুবিধা ছাড়াও ভ্যালিডিটি অফার দেখে আমরা উপযুক্ত প্ল্যান বেছে নিই। এক্ষেত্রে কেউ কেউ...
SUPARNAMAN 4 Jan 2022 11:43 PM IST

মোবাইল রিচার্জ করার সময় কলিং ও ডেটা সুবিধা ছাড়াও ভ্যালিডিটি অফার দেখে আমরা উপযুক্ত প্ল্যান বেছে নিই। এক্ষেত্রে কেউ কেউ যেমন স্বল্প পরিষেবা মেয়াদের প্ল্যান পছন্দ করেন, তেমনই অনেকের কাছে অগ্রাধিকার পায় দীর্ঘ ভ্যালিডিটি যুক্ত রিচার্জ বিকল্প। দেশীয় বাজারে উপস্থিত প্রধান টেলকোগুলি, অর্থাৎ, Jio, Airtel, Vi-র ঝুলিতে এমন একাধিক রিচার্জ প্ল্যান মজুত রয়েছে যারা ৫৬ দিন বা তার অধিক প্রায় ৮৪ দিন পর্যন্ত ভ্যালিডিটি প্রদান করে। আজকের প্রতিবেদনে আমরা দীর্ঘমেয়াদী এরকম কিছু প্ল্যানের ব্যাপারে জেনে নেবো।

৬৬৬ টাকার Airtel প্রিপেইড প্ল্যান

এই প্ল্যান রিচার্জ করলে একজন গ্রাহক দৈনিক ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সাথে সাথে অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। প্ল্যানের ভ্যালিডিটি ৭৭ দিন। বাড়তি হিসেবে এখানে গ্রাহক Amazon Prime Video Mobile Edition কনটেন্ট অ্যাক্সেসের সুযোগ পাবেন। তাছাড়া এটি Apollo 24/7 Circle, Shaw Academy ফ্রি অনলাইন কোর্স এবং Wync Music বেনিফিট সহ এসেছে।

৬৬৬ টাকার Vi প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের সমমূল্যে উপলব্ধ এই Vi প্ল্যান রিচার্জকারী দৈনিক ১.৫ জিবি ডেটা, ১০০ এসএমএস খরচ এবং অফুরন্ত ভয়েস কলিং সুবিধা পেয়ে যাবেন। সাথে মিলবে Vi Movies & TV প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস। বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার ও ডেটা ডিলাইটস অফারের সঙ্গে আগত এই প্ল্যানের মেয়াদ ৭৭ দিন।

৯০১ টাকার Vi প্রিপেইড প্ল্যান

৭০ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ এই প্ল্যান Disney+ Hotstar Mobile বেনিফিট প্রদান করবে। এটি রিচার্জ করলে গ্রাহক দৈনিক ৩ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের ছাড় পাবেন। সাথে থাকবে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা। তাছাড়া এই প্ল্যান রাত্রিকালীন অফুরন্ত ডেটা খরচের স্বাধীনতা দেবে।

৮৪ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান: Reliance Jio বনাম Vi বনাম Airtel

৩৯৫, ৬৬৬ এবং ৭১৯ টাকার রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানগুলি সকলেই অফুরন্ত ভয়েস কলিং ও দৈনিক ১০০ এসএমএস খরচের সুবিধা সহ উপলব্ধ। তাছাড়া প্ল্যানগুলি যথাক্রমে মোট ৬ জিবি, দৈনিক ১.৫ জিবি এবং দৈনিক ২ জিবি ডেটা খরচের সুযোগ দেবে। এছাড়া ১০৬৬ টাকার জিও প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে ৮৪ দিনের পরিষেবা মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে। উপরন্তু এই প্ল্যান গ্রাহককে ৫ জিবি অতিরিক্ত ডেটা সুবিধা প্রদান করবে। সাথে থাকবে বিনামূল্যে Disney+ Hotstar কনটেন্ট এবং বিভিন্ন Jio App অ্যাক্সেসের ছাড়। এছাড়া ১,১৯৯ টাকার জিও প্রিপেইড প্ল্যান বেছে নিলে রিচার্জকারী দিনে ৩ জিবি ডেটা খরচ সহ অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পাবেন।

অন্যদিকে ভোডাফোন আইডিয়ার ৪৫৯, ৭১৯ এবং ৮৩৯ টাকার প্ল্যানগুলি ৮৪ দিনের ভ্যালিডিটি সহ এসেছে। এখানে রিচার্জকারী যথাক্রমে মোট ৬ জিবি, দৈনিক ১.৫ জিবি এবং দৈনিক ২ জিবি ডেটা খরচের ছাড় পাবেন। সাথে মিলবে অফুরন্ত ভয়েস কলিং ও দিনে ১০০ এসএমএস পাঠানোর স্বাধীনতা।

একইভাবে এয়ারটেলের ৪৫৫, ৭১৯ এবং ৮৩৯ টাকার প্ল্যানগুলি রিচার্জ করলে ক্রম অনুযায়ী গ্রাহকেরা শেষোক্ত ডেটা, কলিং এবং এসএমএস বেনিফিট পেয়ে যাবেন।

Show Full Article
Next Story