ডিজনির সাথে চুক্তির মাঝেই Jio Cinema-র ব্যবসায়িক প্রধানের ইস্তফা
JioCinema Business Head Step Down - রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ডিজনি ইন্ডিয়ার মিডিয়া বিভাগের মিশে যাওয়া এই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে। এই আবহে ফেরজাদের পদত্যাগের খবর সামনে এল। প্রসঙ্গত, এর আগে রিলায়েন্স গোষ্ঠী শেয়ার মার্কেটকে জানিয়েছিল যে দুই সংস্থার মার্জার বা সংযুক্তিকরণ চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
জিওসিনেমার (JioCinema) বিজনেস হেড বা ব্যবসায়িক প্রধানের পদ ছাড়তে চলেছেন ফেরজাদ পালিয়া (Ferzad Palia)। প্রায় দু'দশক ধরে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা ভায়াকম১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেডের দায়িত্ব সামলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরসূরী বেছে না নেওয়া পর্যন্ত সংস্থার সঙ্গেই থাকবেন তিনি।
JioCinema ছাড়ছেন Ferzad Palia
তবে এখনও বিষয়টি নিয়ে জিওসিনেমা আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেয়নি। ২০০৪ সালে সিএনবিসি-টিভি ১৮ থেকে ভায়াকম১৮-এ যোগদান করেন ফেরজাদ। জিওসিনেমার বিজনেস হেডের দায়িত্ব হাতে নেন ২০২৩ সালের এপ্রিলে। জিওসিনেমার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বে ভারতের দ্রুততম সাবস্ক্রিপশন ব্যবসায় পরিণত হয় জিওসিনেমা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ডিজনি ইন্ডিয়ার মিডিয়া বিভাগের মিশে যাওয়া এই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে। এই আবহে ফেরজাদের পদত্যাগের খবর সামনে এল। প্রসঙ্গত, এর আগে রিলায়েন্স গোষ্ঠী শেয়ার মার্কেটকে জানিয়েছিল যে দুই সংস্থার মার্জার বা সংযুক্তিকরণ চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।
রিলায়েন্সের সঙ্গে মিশে যাওয়ার পর মুকেশ আম্বানির সংস্থার হাতে ১০০টির বেশি টিভি চ্যানেলের নিয়ন্ত্রণ চলে আসবে। আবার দেশের অন্যতম জনপ্রিয় দুই ওটিটি প্ল্যাটফর্ম - ডিজনিপ্লাস হটস্টার এবং জিওসিনেমা কন্ট্রোল করবে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল বা এনসিএলটি ইতিমধ্যেই দুই সংস্থার সংযুক্তিকরণে সায় দিয়েছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, এখন ১.৬ কোটির বেশি দর্শক টাকা দিয়ে জিওসিনেমার কনটেন্ট দেখছেন।
JioCinema Business Head Step Down - রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ডিজনি ইন্ডিয়ার মিডিয়া বিভাগের মিশে যাওয়া এই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে। এই আবহে ফেরজাদের পদত্যাগের খবর সামনে এল। প্রসঙ্গত, এর আগে রিলায়েন্স গোষ্ঠী শেয়ার মার্কেটকে জানিয়েছিল যে দুই সংস্থার মার্জার বা সংযুক্তিকরণ চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।