JioCinema: জিও গ্রাহকদের ঝটকা, সরিয়ে দেওয়া হল বার্ষিক প্ল্যান

জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম Netflix বহুদিন ধরেই সমস্ত বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান সরিয়ে দিয়ে গ্রাহকদের বিভিন্ন...
ANKITA 24 Jun 2024 8:34 PM IST

জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম Netflix বহুদিন ধরেই সমস্ত বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান সরিয়ে দিয়ে গ্রাহকদের বিভিন্ন মাসিক প্ল্যান অফার করছে। আর এবার এই একই পন্থা অবলম্বন করল Jio Cinema। জিওর ওটিটি প্ল্যাটফর্মটি সম্প্রতি তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের বার্ষিক প্ল্যান সরিয়ে দিয়েছে। আপাতত তারা দুটি মাসিক প্ল্যান অফার করছে। তবে, Netflix-এর স্ট্র্যাটেজি অনুসরণ করলেও Jio Cinema-র মাসিক সাবক্রিপশন প্ল্যানগুলির দাম Netflix-এর মতো ব্যয়বহুল নয়। বরং তার তুলনায় অনেক বেশি সস্তা।

জানিয়ে রাখি, কিছুদিন আগেই Jio Cinema তাদের বার্ষিক প্ল্যানের দাম ১,৪৯৯ টাকা থেকে কমিয়ে ৫৯৯ টাকা করেছিল। এছাড়াও, ব্যবহারকারীদের ডিসকাউন্ট অফারে মাত্র ২৯৯ টাকায় বার্ষিক প্ল্যান রিচার্জ করার সুযোগ দেওয়া হচ্ছিল। তবে, এখন সংস্থার পোর্টফোলিওতে আর কোনো বার্ষিক প্ল্যান লক্ষ্য করা যাচ্ছে না। ভবিষ্যতে পুনরায় বার্ষিক প্ল্যান চালু করা হবে কিনা সেই বিষয়ে Jio Cinema-র তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

JioCinema-র Premium প্ল্যান

এই মুহূর্তে JioCinema-র কাছে দুটি প্রিমিয়াম প্ল্যান উপস্থিত, যেগুলির দাম ২৯ টাকা এবং ৮৯ টাকা। এই দুটি মাসিক প্ল্যানের সুবিধাগুলি এক রকম হলেও, এদের মধ্যে একটি পার্থক্য বর্তমান। আসলে ৮৯ টাকার প্ল্যানটি একটি ফ্যামিলি প্ল্যান, অর্থাৎ এই প্ল্যানের সাথে ব্যবহারকারী একসাথে চারটি ডিভাইসে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন। আর ২৯ টাকার প্ল্যানে কেবলমাত্র একটি ডিভাইসে কন্টেন্ট দেখতে পারবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, উভয় প্ল্যানই গ্রাহককে সর্বোচ্চ মানের ৪কে কন্টেন্ট স্ট্রিম করার অনুমতি দেবে। এছাড়া, অন্যান্য সকল প্রিমিয়াম কন্টেন্ট অ্যাক্সেস করার সুযোগও দেবে। আর ৮৯ টাকার প্ল্যানটি ল্যাপটপ, টিভি, মোবাইল এবং ট্যাবলেটের মতো যেকোনো ডিভাইসে উপভোগ করা যাবে।

Show Full Article
Next Story