Jiodown: হঠাৎ কল ও ইন্টারনেটে সমস্যা, Jio-র পরিষেবা নিয়ে অভিযোগ ইউজারদের

আপনি কি Reliance Jio গ্রাহক? কল করতে বা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন? দুশ্চিন্তা করবেন না, অনেকেই আজ এই সমস্যার সম্মুখীন হয়েছেন। মাইক্রো ব্লগিং…

আপনি কি Reliance Jio গ্রাহক? কল করতে বা ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন? দুশ্চিন্তা করবেন না, অনেকেই আজ এই সমস্যার সম্মুখীন হয়েছেন। মাইক্রো ব্লগিং সাইট, Twitter-এ JioDown হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করেছে। আজ অর্থাৎ বুধবার সকাল প্রায় ৯:৩০ থেকে ব্যবহারকারীরা জিও সিমে কানেক্টিভিটি সহ বিভিন্ন সমস্যা লক্ষ্য করছেন।

ওয়েবসাইট ট্র্যাকার, DownDetector এর তথ্য অনুসারে, ইতিমধ্যেই ৪,০০০ এর বেশি জিও কানেকশন ব্যবহারকারী সমস্যার কথা রিপোর্ট করেছেন। বিশেষ করে দিল্লী, মুম্বাই, বেঙ্গালুরু, ইন্দোর ও রায়পুরের জিও গ্রাহকরা নেটওয়ার্ক না থাকার সমস্যার কথা জানিয়েছেন। যদিও জিও-র তরফে এখনও এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, সোমবার রাতে Facebook, WhatsApp, Instagram প্রায় ৭ ঘন্টার জন্য অচল হয়ে পড়ে। আজ JioDown হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই দুটি ঘটনা কে মিলিয়ে দিতে চেয়েছেন। মজার ছলে অনেকেই একাধিক টুইটও করেছেন।

যদিও পশ্চিমবঙ্গ বা কলকাতা সার্কেলে Reliance Jio কানেকশনে কোনো সমস্যা নেই বলে আমাদের অনুমান। আমরা সকাল থেকে এই ধরনের কোনো সমস্যা লক্ষ্য করিনি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন