বিনামূল্যে সেট-টপ বক্স, JioFiber-র এই দুই নয়া প্ল্যানে পাবেন OTT বেনিফিট সহ অনেক সুবিধা

JioFiber পোস্টপেইড গ্রাহকদের জন্য এবার বাজারে এসে গেল সম্পূর্ণ নতুন দু'টি এন্টারটেইনমেন্ট প্ল্যান! রিচার্জ বিকল্প রূপে...
SUPARNAMAN 25 April 2022 3:57 PM IST

JioFiber পোস্টপেইড গ্রাহকদের জন্য এবার বাজারে এসে গেল সম্পূর্ণ নতুন দু'টি এন্টারটেইনমেন্ট প্ল্যান! রিচার্জ বিকল্প রূপে এদের বেছে নিলে আলোচ্য JioFiber পোস্টপেইড পরিষেবার গ্রাহকেরা একসঙ্গে একাধিক জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট উপভোগের সুযোগ পাবেন। সেজন্য বাড়তি হিসেবে আগ্রহীদের অবশ্য ১০০ বা ২০০ টাকা বেশি খরচ করতে হবে। উল্লেখ্য, ৩০ এমবিপিএস (Mbps) থেকে শুরু করে ১০০ এমবিপিএস (Mbps) পর্যন্ত প্রতিটি প্ল্যানের সাথেই গ্রাহক (JioFiber Postpaid) উপরোক্ত প্ল্যানদুটি রিচার্জ করতে পারবেন। এরা যথাক্রমে এন্টারটেইনমেন্ট প্ল্যান (Entertainment Plan) এবং এন্টারটেইনমেন্ট প্লাস প্ল্যান (Entertainment Plus Plan) নামের সঙ্গে সদ্য প্রকাশ্যে এসেছে।

একথা হয়তো সকলেই জানেন যে বর্তমানে ওটিটি বান্ডল্ড (OTT Bundled) ব্রডব্যান্ড প্ল্যান রিচার্জের জন্য প্রতি মাসে কমপক্ষে ১,০০০ টাকা খরচের ঝক্কি সামলাতে হয়। সেক্ষেত্রে জিওফাইবারের (JioFiber) নয়া এন্টারটেইনমেন্ট প্ল্যানদুটি রিচার্জ করলে গ্রাহকেরা অনেক কম পয়সায় পছন্দসই ওটিটি কনটেন্ট উপভোগ করতে পারবেন। ফলে সব দিক দিয়েই এটি জিওফাইবার পোস্টপেইড গ্রাহকদের জন্য উপযুক্ত। সবথেকে বড় কথা কম খরচের বেস প্ল্যান (৩০ ‌এমবিপিএস) ব্যবহারকারীরাও বিনা ঝঞ্ঝাটে উক্ত প্ল্যানদ্বয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে পারেন।

JioFiber পোস্টপেইড গ্রাহকদের জন্য নবাগত এন্টারটেইনমেন্ট প্ল্যানদুটির সুবিধা

এক্ষেত্রে গ্রাহকেরা ১০০ টাকার বিনিময়ে আগত এন্টারটেইনমেন্ট প্ল্যান বেছে নিলে মোট ৬টি ওটিটি প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট দেখার সুযোগ পাবেন। এই ৬টি প্ল্যাটফর্মগুলি হলো যথাক্রমে - Eros Now, Lionsgate Play, ShemarooMe, Universal+, ALT Balaji এবং JioCinema।

অন্যদিকে ২০০ টাকার এন্টারটেইনমেন্ট প্লাস প্ল্যান রিচার্জ করলে মোট ১৪টি ওটিটি প্ল্যাটফর্মের অ্যাক্সেস মিলবে, যাদের মধ্যে রয়েছে - Disney+ Hotstar, Zee5, SonyLIV, Hoichoi, Voot, Voot Kids, Discovery+, SunNxt প্রভৃতি।

পরিশেষে জানিয়ে রাখি, বর্তমানে যে সমস্ত উপভোক্তারা পোস্টপেইড প্ল্যানের সাথে উপরোক্ত বিনোদনমূলক প্ল্যানগুলি বেছে নেবেন, তারা রিলায়েন্স জিও'র (Reliance Jio) তরফে সম্পূর্ণ বিনা পয়সায় একটি সেট-টপ বক্স (STB) পেয়ে যাবেন।

Show Full Article
Next Story