JioPhone Next: কয়েক সপ্তাহ পরেই আসছে এই সস্তা 4G ফোন, তার আগে ফাঁস সমস্ত ফিচার

আগামী মাসে লঞ্চ হবে JioPhone Next। Reliance Jio-র তরফে গতমাসে জানানো হয়েছিল, আসন্ন দিওয়ালিতে (৪ নভেম্বর) এই 4G ফোনটি বাজারে আসবে। মূলত স্বল্পআয়ের মানুষদের স্মার্টফোন…

আগামী মাসে লঞ্চ হবে JioPhone Next। Reliance Jio-র তরফে গতমাসে জানানো হয়েছিল, আসন্ন দিওয়ালিতে (৪ নভেম্বর) এই 4G ফোনটি বাজারে আসবে। মূলত স্বল্পআয়ের মানুষদের স্মার্টফোন ব্যবহারের স্বাদ দিতেই এই ফোন নিয়ে আসা হচ্ছে। Google-র সাথে হাত মিলিয়ে JioPhone Next ডেভেলপ করেছে Jio। কয়েকদিন আগেই এই ফোনকে Google Play Console-এ দেখা গিয়েছিল। এখন ফোনটির সমস্ত ফিচার অনলাইনে ফাঁস হল।

জিওফোন নেক্সট স্পেসিফিকেশন (JioPhone Next Specifications)

জিওফোন নেক্সট ৫.৫ ইঞ্চি এইচডি প্লাস (১,৪৪০ x ৭২০ পিক্সেল) ডিসপ্লে সহ আসতে পারে। এই ডিসপ্লের এসপেক্ট রেশিও ১৮:৯ এবং পিক্সেল ডেন্সিটি ৩২০ পিপিআই। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১৫ প্রসেসর ব্যবহার করা হবে। সাথে থাকবে এড্রেনো ৩০৬ জিপিইউ। জিওফোন নেক্সট ২ জিবি ও ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য JioPhone Next ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেল Omnivision OV13B10 রিয়ার ক্যামেরা, যার সাথে এআর ফিল্টার সাপোর্ট করবে। আবার সামনে দেখা যাবে ৮ মেগাপিক্সেল Galaxy Core GC8034W ফ্রন্ট সেন্সর। ফোনটি ২,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। JioPhone Next অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে।

জিওফোন নেক্সট দাম (JioPhone Next Price)

একজন টিপস্টার দাবি করেছিলেন জিওফোন নেক্সট এর দাম শুরু হবে ৩,৪৯৯ টাকা থেকে। তবে চিপের ঘাটতির কারণে অনেকে মনে করছেন ফোনটির মূল্য রাখা হবে ৫,০০০-৭,০০০ টাকার মধ্যে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন