২৫০ টাকার কমে রোজ ২ জিবি ডেটা ও আনলিমিটেড কল, JioPhone-র জন্য সেরা রিচার্জ প্ল্যান দেখুন
বর্তমানে 4G পরিষেবায় আগত গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ JioPhone ব্যবহারে অভ্যস্ত। সাধারণ প্রিপেইড কানেকশনের তুলনায়...বর্তমানে 4G পরিষেবায় আগত গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ JioPhone ব্যবহারে অভ্যস্ত। সাধারণ প্রিপেইড কানেকশনের তুলনায় অপেক্ষাকৃত সস্তা দরে পরিষেবা লাভের জন্য অনেকে এই JioPhone -এর উপরে ভরসা রাখেন। যদিও প্রত্যাশার নিরিখে Reliance Jio'র 4G এবং VoLTE সাপোর্ট যুক্ত আলোচ্য ফিচার ফোন উপভোক্তাদের কতটা সন্তুষ্ট করতে পেরেছে তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে সেসব সরিয়ে রেখে আজকের প্রতিবেদনে আমরা ২৫০ টাকার চেয়ে কম মূল্যে বাজারে হাজির জনপ্রিয় JioPhone রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেবো।
JioPhone ইউজারদের জন্য ২৫০ টাকার কম মূল্যে উপলব্ধ প্রিপেইড প্ল্যান
এক্ষেত্রে শুরুতেই একজন জিওফোন ব্যবহারকারী ৭৫ টাকার প্ল্যান বেছে নিতে পারেন। ২৩ দিনের ভ্যালিডিটি সহ হাজির এই রিচার্জ বিকল্পটি দৈনিক ০.১ জিবি (১০০ এমবি) ইন্টারনেট ডেটা এবং মোট ৫০টি এসএমএস খরচের ছাড়পত্র দেবে। তাছাড়া বাড়তি হিসেবে এখানে গ্রাহকেরা ২০০ এমবি ডেটা বিনামূল্যে পাবেন। ফলে সব মিলিয়ে এই প্ল্যান উপভোক্তাদের ২.৫ জিবি ডেটা সরবরাহ করবে।
এরপরেই জিওফোন ব্যবহারকারীরা ৯১ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারেন, যার সুবিধাগুলি পূর্ববর্তী ৭৫ টাকার প্ল্যানের অনুরূপ। সেক্ষেত্রে আগের প্ল্যানের সাথে এর পার্থক্য শুধুমাত্র ভ্যালিডিটি অফারে। উল্লেখ্য, ৯১ টাকার জিওফোন প্রিপেইড রিচার্জ প্ল্যান ২৮ দিনের বৈধতা সহ বিদ্যমান।
২০০ টাকার চেয়ে কম দামে জিওফোন ব্যবহারকারীরা মোট তিনটি প্রিপেইড প্ল্যান রিচার্জের সুযোগ পাবেন। এদের মধ্যে ১২৫ এবং ১৫২ টাকার প্ল্যানদুটি গ্রাহকদের দৈনিক ০.৫ জিবি ডেটা এবং সর্বমোট ৩০০ এসএমএস খরচের সুবিধা প্রদান করবে। যথাক্রমে ২৩ ও ২৮ দিনের ভ্যালিডিটি সহ বাজারে হাজির হওয়ায় প্ল্যানদুটির সাথে গ্রাহকেরা মোট ১১.৫ এবং ১৪ জিবি ডেটা খরচের অনুমতি পেয়ে যাবেন।
এছাড়া ১৮৬ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে জিওফোন গ্রাহকেরা ২৮ দিনের পরিষেবা মেয়াদে প্রত্যহ ১ জিবি ইন্টারনেট ডেটা এবং ১০০ এসএমএস খরচ করার সুযোগ মিলবে। কম খরচে এটি অনেকের কাছেই বেশ সুবিধাজনক রিচার্জ বিকল্প হতে পারে।
পরিশেষে ২০০ টাকার ঊর্ধ্বে এবং ২৫০ টাকার কম মূল্যে উপলব্ধ ২২২ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান ২৮ দিনের বৈধতা সহ দৈনিক ২ জিবি ডেটা ও ১০০ এসএমএস খরচের সুবিধা সহ উপলব্ধ। অর্থাৎ এটি JioPhone গ্রাহকদের মোট ৫৬ জিবি ডেটা সরবরাহ করবে যা মূল্যের নিরিখে যথাযথ।
উল্লেখ্য, উপরের প্রতিটি প্রিপেইড প্ল্যানের সাথে JioPhone গ্রাহকেরা যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা পাবেন।