JioPhone Tariff Hike: ২০ শতাংশ খরচ বাড়ছে জিওফোন ব্যবহারকারীদের, ১৫৫ টাকার প্ল্যান এখন ১৮৬ টাকা

সাধারণ গ্রাহকদের পাশাপাশি এবার জিওফোন (JioPhone) ব্যবহারকারীদের কাঁধেও অতিরিক্ত খরচের বোঝা চাপালো মুকেশ আম্বানি চালিত...
SUPARNAMAN 15 Jun 2022 12:17 PM IST

সাধারণ গ্রাহকদের পাশাপাশি এবার জিওফোন (JioPhone) ব্যবহারকারীদের কাঁধেও অতিরিক্ত খরচের বোঝা চাপালো মুকেশ আম্বানি চালিত ভারতের এক নম্বর টেলকো রিলায়েন্স জিও (Reliance Jio)! আজ্ঞে হ্যাঁ, সদ্য এই কোম্পানি JioPhone ট্যারিফের মূল্য ২০ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করেছে। এর ফলে বিপদে পড়বেন জিও'র অজস্র রেগুলার ইউজার।

একথা হয়তো সকলেই জানেন যে কয়েক বছর আগেই রিলায়েন্স জিও প্রথমবারের জন্য দেশীয় বাজারে JioPhone ডিভাইস নিয়ে আসে। প্রারম্ভিক অবস্থায় অল্প দামে আগত এই ফিচার ফোন ব্যবহার ছিল বেশ সস্তা। যদিও ট্যারিফ মূল্যবৃদ্ধির পর এবার নিজেদের জিওফোন ডিভাইস রিচার্জের জন্য আগ্রহীদের অনেক বেশি টাকা খরচ করতে হবে।

২০ শতাংশ বাড়ছে JioPhone ট্যারিফের দাম

আগেই উল্লেখ করেছি যে একদম শুরুতে জিওফোন ব্যবহারের খরচ ছিল কম। কিন্তু এবার ট্যারিফমূল্য ২০ শতাংশ বৃদ্ধির ফলে আলোচ্য ফিচার ফোন ইউজারদের যথেষ্ট ভুগতে হবে। টেলকোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে বর্ধিত দামের বিষয়টি চাক্ষুস করতে পারবেন।

উল্লেখ্য, ইতিপূর্বে জিও সাধারণ গ্রাহকদের জন্য ২৫ শতাংশ ট্যারিফ মাশুল বাড়ানোর কথা ঘোষণা করে। অবশ্য শুধু জিও'ই নয়, রেগুলার ইউজারদের জন্য ভারতী গ্রুপের মালিকানাধীন এয়ারটেলও (Airtel) একই হারে পরিষেবা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এভাবেই প্রাইভেট টেলকোগুলি নিজেদের গ্রাহক পিছু গড় আয় বা ARPU স্তর বৃদ্ধির প্রয়াস চালাচ্ছে। আগামীদিনেও যে তারা এ পথে হাঁটবে, তা টেলকোগুলির দ্বিতীয়বার মাশুলবৃদ্ধির ভাবনায় স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত বলে রাখি, গতবছরের শেষভাগে ট্যারিফ মূল্যবৃদ্ধির পর Jio, Airtel, Vi -এর মতো সংস্থাগুলি আসন্ন কিছুদিনের মধ্যেই পুনর্বার মাশুল বাড়ানোর কথা ভাবছে।

JioPhone নতুন প্ল্যানের দাম

সুতরাং দেখা যাচ্ছে সাধারণ ইউজারদের ক্ষেত্রে পরিষেবা খরচ বৃদ্ধির ধারাবাহিকতা মেনেই রিলায়েন্স জিও নিজস্ব জিওফোন গ্রাহকদের জন্য পুরো ২০ শতাংশ ট্যারিফ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছে। ফলে বদলে গিয়েছে বিভিন্ন জিওফোন প্ল্যানের দাম। মূল্যবৃদ্ধির ফলে ১৫৫ টাকায় আগত জিওফোন প্ল্যানের নতুন দাম হয়েছে ১৮৬ টাকা। এই প্ল্যানের বৈধতা পুরো ২৮ দিন। এছাড়া ২৮ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ ১৮৫ টাকার প্ল্যানের নতুন দাম বেড়ে ২২২ টাকায় দাঁড়িয়েছে। সর্বোপরি ৭৪৮ টাকার বিনিময়ে প্রাপ্ত প্রিমিয়াম প্ল্যানের বর্তমান দাম হয়েছে ৮৯৯ টাকা। এটি ৩৩৬ দিনের ভ্যালিডিটি প্রদান করবে।

Show Full Article
Next Story