হাজার টাকার কমে বছরের শুরুতেই আসছে Jio Phone, থাকবে 4G কানেক্টিভিটি

করোনাভাইরাসের আগমন আমাদের জীবনযাত্রাকে আমুল পাল্টে দিয়েছে। বেশীরভাগ কোম্পানি তাদের কর্মচারিদের বাড়ি বসেই কাজ করার অনুমতি দিচ্ছে। ফলে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টও অল্প সময়ে জনপ্রিয়…

করোনাভাইরাসের আগমন আমাদের জীবনযাত্রাকে আমুল পাল্টে দিয়েছে। বেশীরভাগ কোম্পানি তাদের কর্মচারিদের বাড়ি বসেই কাজ করার অনুমতি দিচ্ছে। ফলে ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্টও অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। অপরদিকে সংক্রমণের ভয়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় এখন পরীক্ষা বলুন বা পড়াশোনা সেটাও করতে হচ্ছে অনলাইনে। আবার বাড়িতে বসে একঘেয়েমি কাটাতে এখন অনলাইন কনটেন্ট প্রধান ভরসা হয়ে উঠেছে। তাই ফোর-জি ফোনের চাইদাও এখন বাড়ছে৷ আর এই সুযোগের সদব্যবহার করতে মাঠে নামছে মুকেশ আম্বানি নিয়ন্ত্রিত Realiance Industeirs।

ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট থেকে জানা গেছে, রিলায়েন্স আগামী ত্রৈমাসিকেই তার জনপ্রিয় ফোর-জি ফিচার ফোন JioPhone রি লঞ্চ করবে৷ জিওর আপকামিং এই ফিচার ফোনের দাম ১ হাজার টাকার নীচেই রাখা হবে। বলা হচ্ছে, এর জন্য Jio নতুন প্রিপেড প্ল্যানও আনতে চলেছে।

4G কানেক্টিভিটি সহ জিওর ফিচার ফোন, JioPhone ২০১৮ সালে লঞ্চ হয়ে বাজারে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এতবছর ধরে গ্রাহকেরা সস্তার বেসিক ফোনগুলিতে সীমিত কিছু ফিচারই অ্যাক্সেস করার সুযোগ পেতেন। তবে জিও সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দেয়। আর্থিকভাবে অনেকেই স্মার্টফোন কিনতে সক্ষম নন। ফলে সাধ্যের মধ্যে নতুন জিওফোন লঞ্চ হলে অন্যান্য ফিচার ফোন ছেড়ে তারা জিওফোন কেনার দিকেই বেশী ঝুঁকবেন।

Reliance Jio এখনও অবদি ভারতে দুটি JioPhone লঞ্চ করেছে৷ JioPhone 1 ও JioPhone2৷ কাউন্টারপয়েন্ট রিসার্চের মতে, Reliance ভারতে জিওফোনের ১০০ মিলিয়ন বা ১০ কোটি ইউনিট বিক্রি করেছে। এর অর্থ জিওর মোট গ্রাহক বেসের প্রায় ২৬ শতাংশ হল জিওফোন ব্যবহারকারী।

জিওফোনের পর গুগলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে সংস্থা পরিকল্পনামাফিকভাবে বাজারে আনবে এন্ট্রি-লেভেল স্মার্টফোন। এই Jio Google 4G ফোনের দাম হতে পারে ৪,০০০ টাকার মধ্যে। এছাড়া Jio অন্য স্মার্টফোন কোম্পানির সাথে মিলে ভারতে “Jio exclusive’  স্মার্টফোন লঞ্চ করতে পারে। ইকোনোমিক টাইমস এর রিপোর্টঅনুযায়ী, Jio সম্প্রতি একাধিক কোম্পানির সাথে কথা বলেছে তাদের নিজস্ব স্মার্টফোন আনার জন্য। এই ফোনগুলির দাম ৮,০০০ টাকার কাছাকাছি থাকবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন