সস্তা স্মার্টফোনের সাথে আসছে বাম্পার অফার, নতুন গ্রাহক ধরতে মরিয়া Reliance Jio

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio যে চলতি বছরে নিজের সাবস্ক্রাইবারবেস ৫০০ মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে – সেকথা আমরা আগেই জেনেছি। ইতিমধ্যে সংস্থাটিকে এই…

ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Reliance Jio যে চলতি বছরে নিজের সাবস্ক্রাইবারবেস ৫০০ মিলিয়নে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে – সেকথা আমরা আগেই জেনেছি। ইতিমধ্যে সংস্থাটিকে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে বা নতুন অফার ঘোষণা করতেও দেখা গেছে। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, মুকেশ আম্বানির মালিকানাধীন এই টেলকোটি গ্রাহকদের আকর্ষিত করতে এবার কিছু আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে, যেখানে সংস্থার ফিচার ফোন অর্থাৎ Jio Phone-এর জন্য নতুন অফার ঘোষণা ছাড়াও স্বল্প মূল্যের স্মার্টফোন বাজারে আনার কথা বলা হয়েছে।

আসলে বিগত প্রান্তিকে নতুন গ্রাহক যুক্ত করার নিরিখে Jio-কে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে গিয়েছে Airtel। চলতি বছরের জানুয়ারিতে Jio যেখানে মাত্র ২ মিলিয়নের কাছাকাছি নতুন গ্রাহক পেয়েছে, সেখানে Airtel-এর নেটওয়ার্কে মোট ৫৮.৮ মিলিয়ন নতুন গ্রাহক যুক্ত হয়েছে। তাছাড়া রিপোর্টে দেখা গেছে, এই বছরের প্রথম তিনটি মাসে গড়ে ২.৩ মিলিয়ন গ্রাহক Jio-কে বেছে নিয়েছেন। অথচ ২০২০-র মার্চ মাসে সংস্থার মোট নতুন সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল ৪.৭ মিলিয়ন। তাই এই পরিস্থিতিতে বাজারে নিজের জায়গা ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে Jio।

এক্ষেত্রে Jio, সাম্প্রতিক সময়ে নিজের ট্যারিফ শুল্ক না বাড়িয়ে তার 4G কানেক্টিভিটি যুক্ত ফিচার ফোনে নতুন অফার আনছে, যাতে সংস্থার ARPU (অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার) অর্থাৎ গড় আয়ের পরিমাণ কিছুটা কমলেও সাবস্ক্রাইবার সংযুক্তি বাড়তে পারে। পাশাপাশি সংস্থাটি গতবছর সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করলেও, এগুলি কবে উপলব্ধ হবে তা জানা যায়নি। তবে আশা করা হচ্ছে, দীর্ঘ প্রত্যাশিত এই সস্তা স্মার্টফোন লঞ্চ করে জিও (Jio) দ্রুত সাবস্ক্রাইবারবেস পরিপুষ্ট করার পথে হাঁটবে।

এই বিষয়ে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন জিওফোন অফার ও স্মার্টফোন লঞ্চের বিষয়টি সফলভাবে সম্পন্ন হলে জিও যে শুধু গ্রাহক সংযোজন বাড়িয়ে তুলতে সক্ষম হবে বা অন্য প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিকে প্যাঁচে ফেলবে এমন নয়; উপরন্তু, এটি টেলিকম শিল্পে শুল্ক বৃদ্ধির মূল অনুঘটক হতে পারে, যে বর্ধিত শুল্ক সম্ভবত ২০২২ সালের শেষের দিকে কার্যকরী হবে।

এই প্রসঙ্গে বলে রাখি, আপাতত Jio Phone-এর নতুন অফার সম্পর্কে বা নতুন স্মার্টফোন কবে লঞ্চ হবে সেই বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে সংবাদসংস্থা, পিটিআই মনে করছে শীঘ্রই এগুলির বিস্তারিত তথ্য সামনে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন