রিচার্জ প্ল্যান থেকে JioSecurity-র বেনিফিট সরালো কোম্পানি, গায়েব এর ওয়েবপেজ ও অ্যান্ড্রয়েড অ্যাপও
২০১৬ সালে Jio-র হাত ধরে ইন্ডিয়ান টেলিকম সেক্টরে পা রাখার সময়ই JioCinema, JioTV, JioMusic (এখন JioSaavn), JioMoney-এর মতো...২০১৬ সালে Jio-র হাত ধরে ইন্ডিয়ান টেলিকম সেক্টরে পা রাখার সময়ই JioCinema, JioTV, JioMusic (এখন JioSaavn), JioMoney-এর মতো বেশ কিছু নতুন প্ল্যাটফর্মও লঞ্চ করে Reliance। এরপর কেটে গেছে অনেকগুলো বছর, ইতিমধ্যে এই Jio প্ল্যাটফর্মগুলির মধ্যে বেশ কয়েকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে – বিশেষ করে IPL 2023-এর পর থেকে JioCinema-কে নিয়ে তো চর্চার শেষ নেই! কিন্তু এসবের মাঝে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর Reliance Jio তার একটি Jio অ্যাপ বা প্ল্যাটফর্মকে বন্ধ করে দিতে চলেছে বলে মনে হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে, সংস্থাটি তার সমস্ত প্রিপেইড প্ল্যান এবং পোস্টপেইড প্ল্যান থেকে JioSecurity-এর কম্প্লিমেন্টরি বেনিফিট রিমুভ করে দিয়েছে৷ এমনকি Google Play Store-এও এই অ্যাপ আর উপলব্ধ নেই, পাশাপাশি Jio-র অফিসিয়াল ওয়েবসাইটে দেখা মিলছে না JioSecurity-এর ওয়েবপেজেরও। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, সম্ভবত টেলকো তার এই প্ল্যাটফর্মটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই প্রতিবেদনটি লেখার সময় Apple App Store-এ JioSecurity অ্যাপ উপলব্ধ ছিল।
Jio ইউজারদের মধ্যে সাড়া ফেলতে পারেনি JioSecurity
লঞ্চের পর থেকে এতদিন অবধি জিও গ্রাহকদের মধ্যে খুব বেশি জনপ্রিয়তা পায়নি জিওসিকিউরিটি। সংস্থার বেশিরভাগ প্রিপেইড প্ল্যান এবং পোস্টপেইড প্ল্যানগুলিতে এই প্ল্যাটফর্মের অ্যাক্সেস অতিরিক্ত সুবিধা হিসাবে দেওয়া হত৷ উল্লেখ্য, এটি শুধুমাত্র জিও সিম ইউজাররাই ব্যবহার করতে পারতেন।
সেক্ষেত্রে হঠাৎ কেন রিচার্জ প্ল্যান থেকে এর বেনিফিট সরানো হল এবং প্লে স্টোরের অ্যাপের পাশাপাশি রিমুভ হল জিওসিকিউরিটির ওয়েবপেজ – তা এখনও স্পষ্ট নয়। এটি আবার উপলব্ধ হবে কিনা, তাও বলা যাচ্ছেনা। অ্যাপল অ্যাপ স্টোরে জিওসিকিউরিটি এখনো পর্যন্ত উপলব্ধ থাকলেও, সম্ভবত সেখান থেকেও এটিকে সরিয়ে ফেলা হবে।
JioSecurity-র কাজ
অ্যাপল অ্যাপ স্টোরের বিবরণ অনুযায়ী, জিওসিকিউরিটি, সাইবার থ্রেড এবং অনলাইন স্ক্যামের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদানে সহায়তা করতে। এই অ্যাপটি জনপ্রিয় নর্টন (Norton) সিকিউরিটি কোম্পানি দ্বারা পরিচালিত। শুধু তাই নয়, ইউজার কোনো অনিরাপদ ওয়াই-ফাই নেটওয়ার্কের সাথে সংযুক্ত হলে সেই বিষয়েও সতর্ক করে এই অ্যাপ। এক কথায় বললে, ইউজারের সমস্ত ডেটা সুরক্ষিত রাখাই এর উদ্দেশ্য।