Kabira Mobility: এক চার্জেই ছুটবে 330 কিমি, বাজার তুলকালাম করতে নতুন ই-বাইকের গ্র্যান্ড এন্ট্রি
কাতারের আল আব্দুল্লা গোষ্ঠী (Al-Abdulla Group) ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কবীরা মোবিলিটি (Kabira Mobility)-তে...কাতারের আল আব্দুল্লা গোষ্ঠী (Al-Abdulla Group) ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ কবীরা মোবিলিটি (Kabira Mobility)-তে ৫ কোটি ডলার বা প্রায় ৪১২ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করল। বর্তমানে দেশীয় সংস্থাটির পোর্টফোলিওতে বেস্ট সেলিং মডেলগুলি হল KM3000, KM4000 ও Hermes 75। নতুন লগ্নি পেয়ে উজ্জীবিত হয়ে সংস্থাটি এবার একটি নতুন ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল তৈরিতে হাত লাগানোর কথা জানিয়েছে। যার নাম – KM5000। এটি তাদের ফ্ল্যাগশিপ মডেল হিসেবে বাজারে আসবে। এর সবচেয়ে বড় হাইলাইট হবে রেঞ্জ। ই-বাইকটি আগামী মাসেই উন্মোচিত হতে পারে।
Kabira KM5000 ব্যাটারি ও রেঞ্জ
সংস্থার দাবি কেএম৫০০০ সম্পূর্ণ চার্জে ৩৩০ কিমি পথ অতিক্রম করতে পারেব। এতে একটি ৮.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হবে। যা কেবল দু'ঘণ্টায় ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে বলে জানিয়েছে কবীরা। ব্যবহারকারী চাইলে ক্রুজার বাইকটির পেছনের সিটটি খুলে রাখতে পারবেন। যার ফলে লাগেজ বহন করা সহজতর হয়ে উঠবে। সংস্থাটি আরও জানিয়েছে, নতুন ক্রুজার বাইকের পাশাপাশি তারা KM3000 ও KM40000-এর প্রো ভ্যারিয়েন্ট হিসাবে মিড-ড্রাইভ পাওয়ারট্রেন এবং আপডেটেড স্পেসিফিকেশনের সঙ্গে বাজারে আনবে।
বড় লগ্নির কারণে কবীরা মোবিলিটি তাদের ধরওয়ার প্ল্যান্টের উৎপাদনের সক্ষমতা কয়েক গুণ বাড়াতে পারবে। সংস্থার ইচ্ছা, উত্তর ভারতের বাজারে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা পূরণ করতে উত্তরপ্রদেশে একটি নতুন বৈদ্যুতিক মোটরসাইকেল তৈরির কারখানা গড়ে তোলা। এছাড়া এদেশে নিজেদের উপস্থিতি বাড়িয়ে তোলার কাজ করছে তারা। শোরুমের সংখ্যা এ বছরের মধ্যে ৩০ থেকে বাড়িয়ে ১০০ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে Kabira Mobility-র বক্তব্য
এই প্রসঙ্গে কবীরা মবিলিটির সিইও জয়বীর বলেন, “ইলেকট্রিক বাইক, গাড়ি শিল্পের সম্প্রসারণে উদ্দীপকের কাজ করছে। এবং এই বিনিয়োগের ফলে কোবিরা মোবিলিটি উত্থানে গতি ত্বরান্বিত করতে সক্ষম হবে। বিগত পাঁচ বছর ধরে গবেষণা এবং উন্নয়নের জন্য পাওয়ারট্রেন এবং প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের অক্লান্ত পরিশ্রম আমাদের পথ সুগম করেছে। যা ইলেকট্রিক বাইকের বাজারে ৩০ শতাংশ মার্কেট শেয়ার দখল করতে সাহায্য করবে। এবং আগামী দু’বছরের মধ্যে শিল্পে নেতৃত্ব প্রদান করতে আমাদের সক্ষমতা দেবে।”