আবু ধাবির সংস্থার সঙ্গে 2000 কোটি টাকা লগ্নির মৌ সাক্ষর করল কর্ণাটক সরকার

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এর মঞ্চে কর্ণাটক সরকারের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (মউ) সাক্ষর করল...
techgup 24 May 2022 8:40 PM IST

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF)-এর মঞ্চে কর্ণাটক সরকারের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (মউ) সাক্ষর করল সংযুক্ত আরব আমিরশাহীর লুলু গোষ্ঠী‌। উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই (Basabraj Bommai)। আন্তর্জাতিক অর্থভান্ডারের সম্মেলনে লগ্নির উদ্দেশ্যে জুবিল্যান্ট গ্রুপ, হিরো মটোকর্প, সিমেন্স, ইতাচির কর্তাদের সাথেও কথা বলেন তিনি।

ভারতীয় ব্যবসায়ী ও বিলিয়নেয়ার ইউসুফ আলি কর্তৃক প্রতিষ্ঠিত আবু ধাবি ভিত্তিক লুলু গোষ্ঠী কর্ণাটকে চারটি শপিং মল এবং হাইপারমার্কেট খুলতে চায়। এছাড়াও, রফতানির জন্য খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়তে উৎসাহী তারা। বাসবরাজ বোম্মাইয়ের দপ্তর থেকে একটি বিবৃতিতে বলা হয়, এর ফলে দশ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী জুবিল্যান্ট গোষ্ঠীকে ওষুধ ঔ ভোগ্যপণ্য বিভাগে লগ্নির আহ্বান জানান। ধারওয়ারে যে এফএমসিজি পার্ক গড়ে তোলা হচ্ছে এবং লগ্নিকারীদের টানতে যে আর্থিক প্যাকেজ অফার করা হচ্ছে, সেই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়। দেবনাপল্লিতে ১০ একর জমিতে জুবিল্যান্ট ফুডস একটি কিচেন এবং জুবিল্যান্ট বায়োসিস তাদের রিসার্চ ও ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। কর্ণাটকে বর্তমানে জুবিল্যান্টের সাথে ৯,০০০ কর্মচারী যুক্ত।

অন্য দিকে, হিতাচি কর্ণাটকে বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের পরিকাঠামো গড়তে আগ্রহ দেখিয়েছে। কর্ণাটকের ইঞ্জিনিয়ারিং প্রতিভাকে ব্যবহার করতে চায় তারা। প্রসঙ্গত, এ দেশে হিতাচির সদর দপ্তর রাজধানী শহর বেঙ্গালুরুতে অবস্থিত।

Show Full Article
Next Story