Kawasaki-র সবচেয়ে সস্তা বাইক এত কমে আর পাবেন না, ইয়ার এন্ড ডিসকাউন্টের লাভ নিন
বছরের বিভিন্ন সময়ে জাপানি প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা কাওয়াসাকি (Kawasaki) তাদের বিভিন্ন মোটরসাইকেলে অফারের ঘোষণা...বছরের বিভিন্ন সময়ে জাপানি প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা কাওয়াসাকি (Kawasaki) তাদের বিভিন্ন মোটরসাইকেলে অফারের ঘোষণা করে থাকে। এই যেমন চলতি মাসের শুরুর দিকে Z650 ও W800 মডেল দুটিতে ব্যাপক ছাড় দিয়েছিল। এবারে সংস্থাটি তাদের সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক Kawasaki Ninja 300-এ ১০,০০০ টাকা ডিসকাউন্টের ঘোষণা করল।
Kawasaki Ninja 300-তে অফার
নিনজা ৩০০-তে এই লোভনীয় অফার ২১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকার কথা ঘোষণা করেছে কাওয়াসাকি। এই দশ হাজার টাকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জিএসটি। ঘোষিত এই অফারের কারণে বর্তমানে ৩,৪০,০০০ টাকা এক্স-শোরুম মূল্যের বাইকটির দাম কমে দাঁড়িয়েছে ৩,৩০,০০০ টাকায়।
সম্প্রতি যারা এই মোটরসাইকেলটি কিনবেন করে মনস্থির করেছেন তাদের জন্য এটি সেরা সুযোগ। বছরের শেষ মুহূর্তে স্টক খালি করার জন্য কোম্পানি এই বিশেষ অফারটি নিয়ে এসেছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে Ninja 300-এর দাম ৩,০০০ টাকা বাড়িয়েছিল কাওয়াসাকি।
Kawasaki Ninja 300
যে সমস্ত ব্যক্তি হাই-স্পিড স্পোর্টস মোটরসাইকেল ভালবাসেন তাদের জন্য নিনজা ৩০০ হল একটি সেরা অপশম। এতে রয়েছে প্যারালাল টুইন লিকুইড কুল্ড ২৯৬ সিসি ইঞ্জিন। যা থেকে ১১,০০০ আরপিএম গতিতে ৩৮.৮৮ বিএইচপি শক্তি এবং ১০,০০০ আরপিএম গতিতে ২৬.১ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে সংযুক্ত স্লিপার ক্লাচ এবং ৬-স্পিড গিয়ার বক্স।
বাইকটিতে রয়েছে স্টিল টিউবুলার চ্যাসিস। হার্ডওয়ারের প্রসঙ্গে বললে এতে উপস্থিত টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং লিঙ্ক টাইপ মনোশক রিয়ার সাসপেনশন। ডুয়েল চ্যানেল এবিএস সহ উভয় চাকাতেই উপস্থিত ডিস্ক ব্রেক। ১৭ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যুক্ত বাইকটির ফিচারের তালিকায় রয়েছে একটি সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এটি লাইম গ্রীন, ক্যান্ডি লাইন গ্রীন এবং ইবনি – এই তিনটি কালারে বেছে নেওয়া যায়।