লঞ্চের পরই বাজারে ঝড় তুলেছে Kawasaki W175, এই রেট্রো বাইকের কয়েকটি অজানা তথ্য
বাইক প্রস্তুতকারী সংস্থা Kawasaki এর বাইক কিনতে গিয়ে দাম দেখে চোখ কপালে ওঠার দিন এবার শেষ। কাওয়াসাকি বলতেই চোখের সামনে...বাইক প্রস্তুতকারী সংস্থা Kawasaki এর বাইক কিনতে গিয়ে দাম দেখে চোখ কপালে ওঠার দিন এবার শেষ। কাওয়াসাকি বলতেই চোখের সামনে ভেসে ওঠে দামী, বিলাসবহুল বাইকের ছবি। তবে এই চিত্র এবার পাল্টাতে চলেছে। জাপানি এই নির্মাতার হাত ধরে ভারতে এসে গেলো সবচেয়ে সস্তার মোটরবাইক। মাত্র ১.৪৭ লাখ টাকা এক্স শোরুম মূল্যে এখন মিলবে W175। স্বাভাবিকভাবেই এই দামের মধ্যে থাকা Royal Enfield Hunter এর সাথে প্রতিদ্বন্দ্বিতা এবার চরমে। Ebony ও Candy Persimmon Red এই দুটি সংস্করনে বাজারে আসছে এটি। এদের দাম যথাক্রমে ১.৪৭ লাখ ও ১.৪৯ লাখ টাকা।
ডিজাইন ও ডাইমেনশন:
নতুন কাওয়াসাকি W175 মডেলটির ডিসাইন তার বড় সংস্করণ W800 থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। এতে রয়েছে টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাংক, গোলাকৃতি হেড ল্যাম্প, চতুর্ভুজাকার সাইড প্যানেল, সামনে ও পিছনে থাকা ফেন্ডার, গোলাকার টার্ন সিগনাল ও একপাশে থাকা এক্সজস্ট পাইপ। বাইকটি লম্বায় ২০০৫ মিমি, চওড়ায় ৮০৫ মিমি ও উচ্চতায় ১০৫০ মিমি। হুইল বেসের দৈর্ঘ্য ১৩২০ মিমি। ১৩৫ কেজি ওজনের এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫ মিমি। ট্যাংকের তেল ধারণ ক্ষমতা ১২ লিটার।
হার্ডওয়্যার ও ফিচার্স:
কাওয়াসাকি W175 এ সাসপেনশন জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে রয়েছে ডুয়েল শক অ্যাবজর্ভার। সামনের চাকায় এবিএস সহ ডিস্ক ব্রেক থাকলেও পিছনে ড্রাম ব্রেকের ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৬৫ ওয়াট হ্যালোজেন হেডলাইট ও ১৭ ইঞ্চির স্পোক যুক্ত চাকা। এর সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যথেষ্ট সাধারণ ধরনের। এতে রয়েছে অ্যানালগ স্পিডোমিটার, ওডোমিটার ও ট্রিপ ইন্ডিকেটর। এছাড়াও হাই বিম, টার্ন সিগনাল, নিউট্রাল এসবের জন্য ৬টি আলাদা ওয়ার্নিং লাইট রয়েছে এই কনসোলে। কিন্তু ব্লুটুথ থের মাধ্যমে স্মার্ট ফোন সংযুক্তির কোনো সুযোগ নেই এতে।
ইঞ্জিন স্পেসিফিকেশন:
ইঞ্জিনের দিকে নজর দিলে দেখা যাবে কাওয়াসাকি W175 কে চলার শক্তি যোগায় ১৭৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। ৫স্পিড গিয়ার বক্স যুক্ত এই ইঞ্জিনটির সর্বোচ্চ উৎপাদিত ক্ষমতা ১২.৮ বিএইচপি ও টর্ক ১৩.২ এনএম। সাথে রয়েছে দুটি ভাল্ব।
এদেশের মাটিতে এই মুহূর্তে W175 কে প্রতিদ্বন্দ্বিতা জানতে হাজির সদ্য লঞ্চ হওয়া TVS Ronin ও Royal Enfield Hunter 350। তবে এই দুটি বাইকের ইঞ্জিন অনেক বেশি ক্ষমতা যুক্ত। তাছাড়াও এই দামে মিলবে Jawa 42 ও Bajaj Avenger।