Power Bank Buying Guide: পাওয়ার ব্যাঙ্ক কেনার সময় অবশ্যই মাথায় রাখুন এই জরুরি বিষয়গুলি, ঠকবেন না
আজকাল আমরা বাড়ির বাইরে পা রাখলে চিন্তা করি যে, বাড়ি ফেরার আগেই যদি আমাদের স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কি...আজকাল আমরা বাড়ির বাইরে পা রাখলে চিন্তা করি যে, বাড়ি ফেরার আগেই যদি আমাদের স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে কি হবে? অথবা অনেক সময় কাজ, বিনোদন ছাড়াও অন্য কোনো কারণে যদি স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলেও আমরা ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে উঠি। তবে বর্তমানে অনেকেই এই সকল সমস্যার সমাধান হিসেবে Power Bank-এর ব্যবহার করে থাকেন। কিন্তু এই গ্যাজেটটি কেনার সময় আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিই মাথায় রাখি না। যে কারণে পরবর্তীকালে নানান সমস্যায় পড়তে হয় আমাদের। তাই আজ আমরা আপনাকে জানাবো যে, Power Bank কেনার সময় কোন কোন বিষয়গুলি মনে রাখলে ঠকতে হবে না।
১) ক্ষমতা (Capacity)
Power Bank কেনার সময় সেটি কত এমএএইচ-এর তা দেখে নেওয়া ভীষণ জরুরী। আসলে এমএএইচ দ্বারাই পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা পরিমাপ করা হয়, অর্থাৎ যত বেশি এমএএইচ সম্পন্ন পাওয়ার ব্যাঙ্ক হবে সেটির চার্জিং ক্ষমতাও তত বেশি হবে।
২) গুণমান এবং নিরাপত্তা (Quality and Security)
সব সময় একটি ভালো মানের Power Bank কেনা উচিত। কারণ পাওয়ার ব্যাঙ্কের মান ভালো না হলে, এটি ডিভাইসকে প্রভাবিত করতে পারে।
৩) সংযোগ বিকল্প (Connectivity options)
Power Bank কেনার সময় অবশ্যই দেখে নিতে হবে যে, এতে ডিভাইস চার্জ করার একাধিক বিকল্প আছে কিনা। অর্থাৎ স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা এবং বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজের সাথে পাওয়ার ব্যাঙ্ককে সংযুক্ত করা যাবে কিনা। এছাড়াও, দেখতে হবে একই সময় পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে আপনি একাধিক ডিভাইস চার্জ করতে পারছেন কিনা।
৪) ব্র্যান্ডস (Brands)
Power Bank কেনার সময় সব সময়ই যে কোনো ভালো ব্র্যান্ডকে বেছে নেওয়া উচিত। কারণ, ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কগুলিতে ব্যবহৃত ব্যাটারি এবং চার্জিং সার্কিট-এর মতো অভ্যন্তরীণ উপাদানগুলিও উন্নতমানের হয়ে থাকে, যেটি অবশ্যই ডিভাইসের জন্য ভালো। এছাড়াও, ব্র্যান্ডেড পাওয়ার ব্যাঙ্কে থাকে এলইডি ইন্ডিকেটর লাইট, যেটি ব্যাটারি স্তর এবং চার্জিং-এর স্থিতির মত একাধিক বিষয়গুলি শনাক্ত করতে সাহায্য করে।