একবার চার্জে হাতের Samsung ফোন চলবে দুদিন! ইন্টারনেটে ভাইরাল দুর্দান্ত ব্যাটারি-সেভিং টিপস
যেহেতু এখনকার দিনে কম-বেশি সবার জীবনটাই স্মার্টফোন কেন্দ্রিক হয়ে গেছে এবং এই খুদে যন্ত্র হাতে করে দিনের বেশিরভাগ সময়...যেহেতু এখনকার দিনে কম-বেশি সবার জীবনটাই স্মার্টফোন কেন্দ্রিক হয়ে গেছে এবং এই খুদে যন্ত্র হাতে করে দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে, তাই ফোনের হাজারো ফিচারের মধ্যে ব্যাটারি ব্যাকআপ জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে কেউই চাইনা যে এখন দিনে বারবার করে মোবাইল ফোনটি চার্জে দেওয়ার প্রয়োজন হোক, বিশেষ করে যখন আমরা সেটি ব্যাপকভাবে ব্যবহার করি। এমতাবস্থায় ইউজারদের এই চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ব্র্যান্ডই এখন বেশি ব্যাটারি ব্যাকআপযুক্ত ফোন বাজারে আনছে বটে, কিন্তু তাতে যে পুরোপুরি সমাধান হচ্ছে এমনটা বলা চলেনা! অন্যদিকে প্রযুক্তিমহলও ফোনের ব্যাটারি হেল্থ ভালো রাখার জন্য এবং লম্বা সময় ধরে চার্জ ধরে রাখার জন্য কিছু টিপস মাথায় রাখতে বলছেন। সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনে আমরা সেরা কিছু ব্যাটারি হ্যাকের কথা বলব, যেগুলি আপনার কাছে Samsung-এর ফোন থাকলে দারুণ কাজে আসবে – এমনকি একক চার্জে আপনি কাজ চালাতে পারবেন দুদিন ধরে।
Samsung-এর ফোনে কাজে লাগান এই ব্যাটারি হ্যাকগুলি, চার্জ থাকবে ২ দিন
বাজারের সাথে পাল্লা দিতে স্যামসাং বিগত কয়েক বছরে নিজের স্মার্টফোনগুলিকে বেশ উন্নত করে তুলেছে। আর তাছাড়া এই ব্র্যান্ডের ফোনে এমনিতেই বেশি ব্যাটারি ক্যাপাসিটি দেখা যায় – এদের একাংশ বাজেট ফোনেই থাকে ৬,০০০ এমএইচের ব্যাটারি। কিন্তু তা সত্ত্বেও যদি আপনার হাতে থাকা স্যামসাং গ্যালাক্সি ফোনের চার্জের স্থায়িত্ব নিয়ে আপনার কোন অভিযোগ থাকে, তাহলে ইলেক্ট্রোওয়ার্ল্ড নামের জনৈক টিকটক ইউজারের কিছু টিপস সমস্যা এড়াতে পারে! ওই ব্যক্তি সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলা কয়েকটি সেটিংস অনুসরণ করলে আপনি নিজের স্যামসাং ফোনে দুদিন অবধি চার্জ পেয়ে যাবেন। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও ঠিকই বলছি, ইতিমধ্যে বেশ কয়েকজন এই বিষয়টি থেকে উপকৃত হয়েছেন। তো আসুন, ঝটপট সেই টিপস বা কৌশলগুলি জেনে নেওয়া যাক।
এইভাবে বাঁচবে চার্জ
- ফোনের স্ক্রিনের ওপরের দিক থেকে নিচে সোয়াইপ করে কুইক প্যানেল (quick panel) অপশনটি খুলুন।
- এরপর সেখানে থাকা 'পাওয়ার সেভিং' (Power saving) অপশনে ক্লিক করুন। এতে করে ফোনের স্ক্রিনে ব্যাটারি বাঁচানোর বিভিন্ন বিকল্প প্রদর্শিত হবে।
- এক্ষেত্রে সিপিইউ (CPU) পারফরম্যান্স ৭০ শতাংশে নামিয়ে নিয়ে আসুন, যার ফলে ফোনের স্পিড লিমিট হয়ে যাবে।
- পরবর্তী ধাপে ফোনের ব্রাইটনেস কমিয়ে দিন।
- অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে লিমিট করুন।
- পাওয়ার সেভিং টগলটিকে অন করুন।
উল্লেখ্য, আপনি যদি ফোনে বেশি গেমিং বা ভিডিও স্ট্রিমিং না করেন তাহলে এই পদক্ষেপগুলি অনুসরণ করলে লম্বা সময় আপনার ফোনে চার্জ থাকবে। এক্ষেত্রে আপনি অলওয়েজ অন ডিসপ্লে জাতীয় ফিচারগুলি এবং প্রয়োজন না থাকলে মোবাইল ডেটা, লোকেশন ইত্যাদি অপশন বন্ধ করে রাখলেও ব্যাটারি ব্যাকআপ অনেকটা বাঁচবে।