KTM, Honda-দের টেক্কা দিতে বাজারে এল Keeway K300 N, কী আছে এই নতুন বাইকে?
মে মাসে Sixties 300i ও Vieste 300 স্কুটার এবং K-Light 250V ক্রুজারের হাত ধরে ভারতে যাত্রা শুরু করেছিল বেনেলির (Benelli)...মে মাসে Sixties 300i ও Vieste 300 স্কুটার এবং K-Light 250V ক্রুজারের হাত ধরে ভারতে যাত্রা শুরু করেছিল বেনেলির (Benelli) সহোদর সংস্থা কিওয়ে (Keeway)। অগাস্টে আরও একটি ক্রুজার মডেল এ দেশে লঞ্চ করেছিল তারা। আর দু'দিন আগে সংস্থাটি ভারতে তাদের প্রথম নেকেড এবং স্পোর্টস বাইক লঞ্চ করেছে। যাদের নাম যথাক্রমে K300 R ও K300 N। প্রথমটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আগেই। এবার Keeway K300 N স্ট্রিটফাইটার নিয়ে বিশদে তথ্য রইল এই প্রতিবেদনে।
Keeway K300 N দাম
দামের বিষয়টি নজর দিতে গেলে প্রথমেই বলতে হবে এতে রয়েছে তিনটি আলাদা রঙের ভ্যারিয়েন্ট। আর এই ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম ভিন্ন। প্রথমেই রয়েছে ম্যাট হোয়াইট। এই মডেলটির এক্স শোরুম মূল্য ২.৬৫ লাখ টাকা। তার ঠিক পরেই রয়েছে ম্যাট রেড। এর দাম ২.৭৫ লাখ টাকা। আর সর্বোচ্চ দাম হল এর ম্যাট ব্ল্যাক ভ্যারিয়েন্টের। এটির এক্স শোরুম মূল্য ২.৮৫ লাখ টাকা।
Keeway K300 N ডিজাইন ও হার্ডওয়ার
কিওয়ে কে৩০০ এন বাইকটি শার্প ডিজাইন নিয়ে অবতীর্ণ হয়েছে। KTM Duke রেঞ্জ এবং CF Moto মোটরসাইকেলের ডিজাইনের সঙ্গে সাদশ্য লক্ষ্য করা যায়। ঠিক একই ধরনের আন্ডার বেলি (Belly) একজস্ট পাইপ, কৌণিক লুকের হেডলাইট, পিছন দিকে খানিকটা তোলা সিটের অংশ একে সম্পূর্ণ স্পোর্টস লুক দিতে সাহায্য করেছে। ফেয়ারিং কম থাকায় এর বডির ভেতরের অংশ অনেকটাই বাইরের থেকে দৃশ্যমান। বলতে গেলে এর ডিজাইন অনেকটাই ছিমছাম। বাইকটি লম্বায় ১৯৯০ মিমি চওড়ায় ৭৮০ মিমি ও উচ্চতায় ১০৭০ মিমি। এর হুইল বেসের দৈর্ঘ্য ১৩৬০ মিমি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট- ১৫০ মিমি। ১৭ ইঞ্চির অ্যালয় হুইল যুক্ত বাইকটির তেল ধারন ক্ষমতা ১২.৫ লিটার। মোট ওজন ১৫১ কেজি।
Keeway K300 N ইঞ্জিন স্পেসিফিকেশন
কিওয়ে কে ৩০০ এন এবং আর দুটি মডেলের ক্ষেত্রেই একই ধরনের ২৯২ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৬ স্পিড গিয়ার বক্স যুক্ত এই ইঞ্জিনটির সর্বোচ্চ আউটপুট ২৭ বিএইচপি ও উৎপাদিত টর্কের পরিমাণ ২৫ এনএম। ভারতে সংস্থার এটিই প্রথম সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন বাইক। কারণ K light 250V ও V302C Bobber মডেল দুটোয় টুইন সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই দুটি মডেলে বেল্ট ড্রাইভ প্রযুক্তি ব্যবহার করা হলেও K 300 সিরিজের বাইক দুটোই সাধারণ চেইন ড্রাইভ পেয়েছে।
Keeway K300 N ফিচারস ও ইকুইপমেন্ট
কিওয়ে কে ৩০০ এন মডেলে সাসপেনশনের জন্য বাইকটির সামনে ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন দেওয়া রয়েছে। উভয় চাকাতেই ডিস্ক ব্রেক সহ ডুয়েল চ্যানেল এবিএস বিদ্যমান। তাছাড়াও বাইকটির সম্পূর্ণ ক্ষেত্রে এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। সাথে রয়েছে সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সামনে চাকায় ব্যবহার করা হয়েছে ১১০/৭০ সেকশনের টায়ার। পিছনের ক্ষেত্রে টায়ারের মাপ ১৪০/৬০।
Keeway K300 N প্রতিদ্বন্দ্বী
২০২২ সালে দাঁড়িয়ে ৩০০ সিসির সেগমেন্টে স্ট্রিট ফাইটার হিসাবে K 300N এর প্রতিদ্বন্দ্বীদের সংখ্যা নেহাত কম নয়। KTM Duke 250/390, Honda CB300R ও CB 300F প্রত্যেকেই একে কড়া টক্কর জানাতে প্রস্তুত।