সদ্য বাজারে আসা Keeway SR 250 নিয়ে সংশয়, প্রায় সমান দামে পাবেন এই 5 টু-হুইলার
সম্প্রতি শেষ হওয়া ভারতের অটো এক্সপো ২০২৩-এ লঞ্চ হয়েছে Keeway SR 250। নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইকটির দাম ১.৪৯ লক্ষ...সম্প্রতি শেষ হওয়া ভারতের অটো এক্সপো ২০২৩-এ লঞ্চ হয়েছে Keeway SR 250। নিও-রেট্রো স্ক্র্যাম্বলার বাইকটির দাম ১.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। এখন বিষয় হচ্ছে, ডিজাইনের দিক থেকে এই বাইকটি যদি আপনার পছন্দের তালিকার প্রথমে স্থান না পায়, তবে কী করবেন? চিন্তা নেই! এই একই দামের মধ্যে সেরা তিনটি মোটরবাইক ও স্কুটারের হদিশ রইল এই প্রতিবেদনে।
Bajaj Pulsar F250
Keeway SR 250-এর কাছাকাছি মূল্যের মধ্যে এদেশে উপলব্ধ একটি পারফর্ম্যান্স গোত্রীয় বাইক হিসেবে Bajaj Pulsar F250-এর নাম নেওয়া যায়। যার দাম ১,৪৪,৯৭৯ টাকা (এক্স-শোরুম)। এতে দেওয়া হয়েছে একটি ২৪৯ সিসি এয়ার/ওয়েল কুল্ড। এর আউটপুট SR 250-এর চাইতে ৮ পিএস এবং ৫ এনএম বেশি।
Royal Enfield Hunter 350
রয়্যাল এনফিল্ড গত বছর Hunter 350 রোডস্টার বাইকটি লঞ্চ করেছিল। বাজারে পা রাখার পর থেকেই যা ব্যাপক সাড়া ফেলেছে। তড়তড়িয়ে বাড়ছে বিক্রির অঙ্ক। রাইডিংয়ের দুনিয়ায় হাতেখড়ির জন্য এটি একটি আদর্শ মডেল। চমকদার পেইন্ট ফিনিশিংয়ের সাথে স্পোক এবং অ্যালয় হুইলের বিকল্পে বেছে নেওয়া যায় মোটরসাইকেলটি। এর বর্তমান বাজার মূল্য ১,৪৯,৯০০ টাকা (এক্স-শোরুম)।
Hero Xpulse 200 4V
ভারতের অফ রোডার সেগমেন্টে নতুন ভার্সনে সদ্য লঞ্চ হয়েছে Hero Xpulse 200 4V। মেঠো থেকে পাথুরে পাহাড়ি রাস্তায় চষে বেড়ানোর জন্য এককথায় এটি অনবদ্য। এদেশের বাজারে অ্যাডভেঞ্চার বাইকটির দাম রাখা হয়েছে ১,৩৮,৪৯৬ টাকা (এক্স-শোরুম)।
Yamaha Aerox 155
ম্যাক্সি গোত্রের স্কুটার Yamaha Aerox 155 দামের দিক থেকে SR 250-এর কাছাকাছি। এদেশে যার মূল্য ১,৪০,৮০০ টাকা (এক্স-শোরুম)। যারা স্টাইলিশ লুকের স্কুটার পছন্দ করেন, তাদের জন্য এটি হতে পারে সেরা পছন্দ। রাস্তায় এটি চোখে পড়লে, অনেকের মুখেই হাসি ফোটে। স্কুটারটি কিনতে এখন খরচ পড়ে ১,৪০,৮০০ টাকা (এক্স-শোরুম)।
Ather 450X
এতক্ষণ কেবলমাত্র আইসি মডেলের প্রসঙ্গ নিয়ে আলোচনা হলেও, তালিকার শেষ সদস্য হিসেবে রয়েছে একটি ইলেকট্রিক স্কুটার – Ather 450X। বর্তমানে যার দাম ১,৪১,৯০৫ টাকা (এক্স-শোরুম)। স্কুটারের লেটেস্ট ভার্সনটি ব্যবহারকারীদের রেঞ্জ নিয়ে দুশ্চিন্তা দূর করেছে। এতে রয়েছে একগুচ্ছ অত্যাধুনিক ফিচার। যে কারণে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে স্কুটারটি।