বিশ্বের প্রথম মোটরসাইকেল সম্পর্কে এই ১৫টি তথ্য আপনাকে চমকে দেবে

আজ আমরা কোনো নতুন মোটর সাইকেলের কথা বলবোনা, আজ যে মোটরসাইকেলটির কথা আমরা আলোচনা করতে চলেছি তার মডেল বিংশ শতাব্দীর ও আগে প্রস্তুত করা হয়েছিল।…

আজ আমরা কোনো নতুন মোটর সাইকেলের কথা বলবোনা, আজ যে মোটরসাইকেলটির কথা আমরা আলোচনা করতে চলেছি তার মডেল বিংশ শতাব্দীর ও আগে প্রস্তুত করা হয়েছিল। ১৮৫৫ সালে জার্মানিতে গটলিব ডেমলার এবং উইলহেলম মোবাচ এই মোটরসাইকেল আবিষ্কার করেন। যার নাম ছিল ডেমলার রিটওগেন। এই পেট্রোল চালিত মোটরসাইকেলের প্রথম পরীক্ষার্থী ছিলেন ডেমলারের পুত্র পল।

ডেমলার রিটওগেন এর আবিষ্কারের ঠিক এক বছর পর থেকে শুরু হয় অটো মোবাইল উৎপাদন। এটি আসলে ছিল কাঠের সাইকেল ফ্রেম, যার সাথে প্যাডেল ছিল না, এটি একটি সিলিন্ডার ও একটি অটো সাইকেল ইঞ্জিন দ্বারা চালিত হত। এছাড়া এতে দেওয়া হয়েছিল একটি স্প্রে টাইপ কার্বুরেটর। ডেইমলারের এই আবিষ্কারের প্রধান উদ্দেশ্য ছিল তাঁর ইঞ্জিনটিকে যানবাহনের জন্য ব্যবহারযোগ্য করে তোলা। চলুন এইবার জানা যাক এই মোটরসাইকেল সম্পর্কে আরও কিছু তথ্য।

১. এটি ছিল বিশ্বের প্রথম মোটর সাইকেল।
২. গটলিব ডেলমার নিজে এটির পেটেন্ট করেছিলেন।
৩. পরবর্তি সময়ে এর ইঞ্জিন নৌকা এবং গাড়ির জন্য ব্যবহার করা হতো।
৪. ডেলমার আর কখনো মোটরসাইকেল তৈরি করেননি।
৫. এই মডেলকে কেন্দ্র করেই এক বছর পর গাড়ী উৎপাদন শুরু হয়েছিল।

৬. ডেমলারের প্রথম যাত্রা ছিল ১৮৮৫ এর নভেম্বর মাসে।
৭. ডেলমারের পুত্র ছিলেন প্রথম পরীক্ষার্থী।
৮. উইলহেম পরে টেস্ট ড্র করে দিয়েছিলেন।
৯. প্রথম মোটরসাইকেল চালানো হয়েছিল পেট্রলে।
১০. তাপমাত্রা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছিল প্রথম যাত্রায়।
১১. ইঞ্জিন পেটেন্ট এর তারিখ ছিল ৩ এপ্রিল ১৮৮৫।

১২. কেবল সক্ষম ছিল ০.৫ হর্সপাওয়ার উৎপাদনে
১৩. ডেমলারকে বলা হয় মোটরসাইকেলের জনক।
১৪. এর নামের অর্থ ছিল রাইডিং ওয়াগন।
১৫. ডিজাইন পেটেন্ট করা হয়েছিল ১৯ এ আগস্ট ১৮৮৫ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *