Sunroof খুলে গাড়ির ছাদে বসে সেলফি বা মস্তি? এবার দেখলেই চালান কাটবে কলকাতা পুলিশ

আচ্ছা অতিরিক্ত গ্যাটের কড়ি খরচা করে সানরুফ দেওয়া গাড়ি তো কিনলেন। এবার কি ভাবছেন রাজনৈতিক নেতাদের মত সেখান থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবেন? কিংবা ছুটির…

আচ্ছা অতিরিক্ত গ্যাটের কড়ি খরচা করে সানরুফ দেওয়া গাড়ি তো কিনলেন। এবার কি ভাবছেন রাজনৈতিক নেতাদের মত সেখান থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকবেন? কিংবা ছুটির দিন মস্তিতে কাটাতে গিয়ে সিনেমার মতো সানরুফ খুলে দু-হাত ছুড়ে আনন্দে মাতোয়ারা হবেন? তবে বলে রাখি আপনার সেই গুড়ে বালি। কলকাতা-সহ ভারতবর্ষের অন্যান্য বড় শহরগুলিতে ট্রাফিক পুলিশ আপনার এই ধরনের কর্মকাণ্ডের জন্য জরিমানা শুরু করেছে।

বেশ কিছু বছর আগে শুধু বিলাসবহুল গাড়িগুলোতে থাকতো এই ধরনের সানরুফ। তবে আজকালকার দিনে দাঁড়িয়ে সাধ্যের মধ্যে আসা গাড়িতেই এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় বেশিরভাগ মানুষই এর সঠিক ব্যবহার জানেন না। মূলতঃ গাড়ির কেবিনে বাইরের উন্মুক্ত তাজা প্রাকৃতিক হওয়া যাতে সহজে ঢুকতে পারে সেজন্যই দেওয়া এই ধরনের সানরুফ। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে গাড়ির জানলার কাজ খুলে দিলেই তো এই সমস্যার সমাধান হয়ে যায়!! আসলে জানালার কাঁচ খুললে অত্যন্ত গতিশীল হওয়া খুব সহজেই আপনার চোখে মুখে বাতাস সরাসরি আঘাত করে। তাই প্রয়োজন পড়ে সানরুফের।

কিন্তু এই ধরনের সানরুফ যুক্ত গাড়ি থেকে মাথা কিংবা পুরো শরীর বাইরে বের করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষত কমবয়সীদের জন্য। গাড়িতে আচমকা ব্রেক করা হলে তারা বাইরে ছিটকে পড়তে পারে। তাছাড়া অন্য গাড়ির থেকে ছিটকে আসা ছোট পাথরের টুকরো গায়ে লেগে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাও প্রবল। উপরন্তু রাস্তায় ঝুলতে থাকা তার কিংবা ঘুড়ির সুতোতে লেগে খুব বাজেভাবে রক্তাক্ত হতে পারেন আপনি। সাম্প্রতিক অতীতে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই।

তাই এবার এই ধরনের ঘটনাকে কড়া হাতে দমন করার জন্য উদ্যোগ নিল লালবাজার ট্রাফিক পুলিশ। সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনার প্রসঙ্গ টেনে এনে জানানো হয়েছে, কলকাতার দুটি গুরুত্বপূর্ণ উড়ালপুল- মা এবং এজিসি বোস রোড ফ্লাইওভারে এরকম ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। তাই এবার চলন্ত গাড়িতে সানরুফ খুলে মাথা বের করে থাকলে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে মোটর ভেহিকেলস অ্যাক্ট-এর ১৮৪ (এফ) ধরা অনুযায়ী, আইনভঙ্গকারীদের ১,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। তাই সানরুফ খুলে গাড়ির ছাদে বসে সেলফি বা হাত ছড়িয়ে দিয়ে পোজ দেওয়ার আগে একবার ভাবুন।