Benelli BN 125: কেটিএমকে টেক্কা দিতে ১২৫ সিসির স্পোর্টি বাইক লঞ্চ করল বেনেলি

বেনেলি (Benelli) একটি ছোট ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চের কথা ঘোষণা করল। Benelli BN 125 নামক বাইকটি ইউরোপের বাজারে পা রেখেছে।...
SUMAN 25 April 2022 11:04 AM IST

বেনেলি (Benelli) একটি ছোট ইঞ্জিনের মোটরসাইকেল লঞ্চের কথা ঘোষণা করল। Benelli BN 125 নামক বাইকটি ইউরোপের বাজারে পা রেখেছে। সংস্থার লাইনআপে এটি সবচেয়ে কম সিসি’র বাইক। KTM 125-এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে এটি আনা হয়েছে। ভারতের বাজারে এক সময় বিক্রি হওয়া TNT 302-এর থেকে অনুপ্রাণিত হয়ে BN 125 তৈরি করেছে সংস্থাটি। বাইকটির প্রসঙ্গে নিচে বিস্তারিত আলোচনা রইল।

TNT 302-এর থেকে অনেক ডিজাইন ধার করা হলেও এর সাথে BN 125-এর বেশ পার্থক্য রয়েছে। তবে এই এলইডি হেডলাইটের যুগেও বাইকটি হ্যালোজেন বাল্ব সহ এসেছে। বাইকটি চারটি রঙে বেছে নেওয়া যাবে -রেড, হোয়াইট, ব্ল্যাক এবং নিয়ন। ফিচারের তালিকায় রয়েছে স্প্লিট স্টাইল সিট, একটি পিলিয়ন গ্র্যাবরেল এবং হাইসেট হ্যান্ডেল বার।

Benelli BN 125 একটি ১২৫ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে দৌড়বে। ৫-স্পিড গিয়ার বক্স ইঞ্জিন থেকে পাওয়া যাবে ১১ বিএইচপি শক্তি এবং ১০ এনএম টর্ক। যেখানে KTM 125 Duke-এর মোটর থেকে ১৪.৩ বিএইচপি এবং ১২ এনএম টর্ক পাওয়া যায়। হার্ডওয়ারের প্রসঙ্গে বলতে গেলে এতে উপস্থিত ইউএসডি ফর্ক এবং মোনোশক সাসপেনশন। সামনে ২৬০ মিমি এবং পেছনে ২৪০ মিমি সিবিএস সহ ডিস্ক ব্রেক আছে।

অন্যদিকে ইউরোপের বাজারে Benelli BN 125-এর দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২.০৬ লক্ষ টাকা। ভারতের বাজারে এখনই এটি লঞ্চ হবে না বলে খবর। তবে যদি কখনো দেশীয় বাজারে বাইকটি পা রাখে, তবে বাজারে টিকে থাকতে এর দাম যে আরও কমাতে হবে, তা বলাই বাহুল্য।

Show Full Article
Next Story