RC 390 ভারতে KTM এর ওয়েবসাইট থেকে সরানো হল, নেক্সট-জেন মডেল শীঘ্রই লঞ্চ হওয়ার ইঙ্গিত?

KTM এর ফুল-ফেয়ার্ড মোটরসাইকেল RC 390 এর নেক্সট জেনারেশন মডেল খুব তাড়াতাড়িই ভারতে পা রাখতে চলেছে। পূর্বে একাধিকবার নতুন 2021 KTM RC 390 বাইকের টেস্ট…

KTM এর ফুল-ফেয়ার্ড মোটরসাইকেল RC 390 এর নেক্সট জেনারেশন মডেল খুব তাড়াতাড়িই ভারতে পা রাখতে চলেছে। পূর্বে একাধিকবার নতুন 2021 KTM RC 390 বাইকের টেস্ট রাইডের ছবি স্পাই শট মারফত প্রকাশ্যে করেছিল। আর এখন RC 390 এর 2020 মডেল কেটিএম ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইঙ্গিত দিচ্ছে, ২০২১ কেটিএম আরসি ৩৯০ মোটরবাইকের ওপর থেকে খুব শীঘ্রই পর্দা উঠতে চলেছে।

কেটিএম আরসি ৩৯০ এর নয়া ভার্সন বেশ কয়েকটি আপডেটের সাথে লঞ্চ হবে৷ যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে রাইডিং এরগোনমিকসে। KTM RC রেঞ্জের প্রত্যেকটি মডেলেই অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন থাকে। তবে প্রতিদ্বন্দ্বী অ্যাপাচি আরআর ৩১০ এর মতো এটি এখন সামান্য খাঁড়া পোশ্চার অফার করবে। আবার স্পাই ইমেজ থেকে স্পষ্ট যে, ২০২১ কেটিএম আরসি ৩৯০ ফুল-এলইডি হেডল্যাম্পের সাথে আসছে।

এছাড়াও, 2021 KTM RC 390 মোটরসাইকেলে নতুন স্টাইলিং ও বডিওয়ার্ক দেখা যাবে। নতুন সিট, এগজস্ট ক্যানিস্টার, সংশোধিত ফ্রেম, সাব-ফ্রেম, ও হুইল থাকবে। প্রোটোটাইপ মডেলের ছবি অনুসারে, কেটিএম আরসি ৩৯০ এর নেক্সট জেনারেশন মডেলের সামনের প্রান্তটি সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা থাকবে। ফ্রন্ট ফেয়ারিং ছাড়াও ফিউয়েল ট্যাংকের আকৃতিতে পরিবর্তন চোখে পড়বে।

KTM RC 390 next-gen
Photo: Test Ride

KTM RC এর পুরানো মডেল সরিয়ে দেওয়ার ফলে সেখানে নতুন মডেলের অর্ন্তভুক্তি বলুন বা লঞ্চ, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। নতুন মডেলটির দাম ২.৮০ লক্ষ টাকার আশেপাশে হবে বলে অনুমান করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন