আলাদা আলাদা চার্জার রাখার ঝঞ্ঝাট শেষ, আগামী বছর থেকে একই Charger দিয়ে চার্জ হবে ফোন, ল্যাপটপ, ট্যাবলেট

আগামী বছর থেকে ভারতে চালু হতে চলেছে ইউনিভার্সাল চার্জিং পোর্ট। অর্থাৎ মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট বা অন্যান্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য থাকবে একটি ইউএসবি টাইপ-সি…

আগামী বছর থেকে ভারতে চালু হতে চলেছে ইউনিভার্সাল চার্জিং পোর্ট। অর্থাৎ মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট বা অন্যান্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য থাকবে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট (USB Type C) দেওয়া হবে। ফলে সমস্ত গ্যাজেট একই চার্জার দিয়ে চার্জ করা যাবে। আর এর ফলে ই-বর্জ্যও কমবে।

লাইভমিন্ট আজ তাদের একটি রিপোর্টে জানিয়েছে যে, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) শীঘ্রই ডিভাইস নির্মাতাদের স্মার্টফোন এবং ট্যাবলেটগুলিতে একই চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করার নির্দেশ দিতে পারে।

এছাড়াও এই নিয়মের আওতায় ল্যাপটপও অন্তর্ভুক্ত করা হচ্ছে, তবে ২০২৬ সাল থেকে ল্যাপটপের‌ জন্য এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে উপরে উল্লেখিত ডিভাইসগুলিতে একই ধরনের আধুনিক ইউএসবি টাইপ-সি কানেক্টর থাকবে। ২০২৫ সালের জুন মাস থেকে এই পদক্ষেপ কার্যকর হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নও ২০২২ সালে একটি অনুরূপ নিয়ম পাস করেছে। যেখানে বলা হয়েছ স্মার্টফোন, ট্যাবলেট, ক্যামেরা, হেডফোন এবং হেডসেট, হ্যান্ডহেল্ড ভিডিও-গেম কনসোল এবং পোর্টেবল স্পিকারের মতো হার্ডওয়্যারগুলিতে একটি বেসিক চার্জিং পোর্ট থাকবে। এরফলে Apple তাদের iPhone 15 সিরিজে লাইটনিং পোর্টের বদলে ইউএসবি টাইপ-সি পোর্ট দিতে বাধ্য হয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন