8GB র‌্যামের এই তিনটি Laptop এখন কিনতে পারবেন ডিসকাউন্টে, বছর শেষ হওয়ার আগেই ঘরে আনুন

আর কিছু দিনের মধ্যেই ২০২১ সালের গন্ডি পেরিয়ে ২০২২ সালে পদার্পন করবো আমারা। করোনাকালীন পরিস্থিতির কারণে সার্বিকভাবে এই বছরটা বেশ টালমাটালের মধ্যে দিয়ে গেছে। তবে…

আর কিছু দিনের মধ্যেই ২০২১ সালের গন্ডি পেরিয়ে ২০২২ সালে পদার্পন করবো আমারা। করোনাকালীন পরিস্থিতির কারণে সার্বিকভাবে এই বছরটা বেশ টালমাটালের মধ্যে দিয়ে গেছে। তবে তার মধ্যেও অনলাইন সাইটগুলির ধারাবাহিক ভাবে সেল নিয়ে আসার রীতিতে কোনো পরিবর্তন দেখা যায়নি। এমনকি বছর শেষেও যেন সেলের বন্যা বইছে ইন্টারনেট জুড়ে। যেমন, বর্তমানে ই-কমার্স সাইট Flipkart -এ ফের শুরু হয়েছে Big Saving Days Sale। এই সেলে স্মার্টফোন সহ বিভিন্ন গ্যাজেটে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। তবে এছাড়াও জনপ্রিয় ই-কমার্স সাইটটি এখন ল্যাপটপের উপর স্পেশাল ডিসকাউন্ট অফার করছে। এরফলে আপনি যদি বেশি র‌্যাম এবং অ্যাডভান্স ফিচারের কোনো ল্যাপটপ খোঁজ করে থাকেন, তাহলে এখন সস্তায় কেনার সুযোগ পাবেন। আসুন কোন কোন ল্যাপটপ ফ্লিপকার্ট থেকে কম দামে পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Flipkart -এ অফারের সাথে উপলব্ধ ল্যাপটপের তালিকা

Lenovo IdeaPad 3: লেনোভো আইডিয়াপ্যাড ৩ ল্যাপটপের আসল দাম ৫২,১৯০ টাকা। তবে এখন এটিকে পুরো ২৭% ডিসকাউন্টের সাথে মাত্র ৩৭,৯৯০ টাকায় কিনে নেওয়া যাবে। এছাড়া নো-কস্ট ও স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের লাভ ওঠান যাবে। এক্ষেত্রে, নো-কস্ট ইএমআই অপশন বাছলে আপনাদের মাসিক ৬,৩৩২ টাকা এবং স্ট্যান্ডার্ড ইএমআই বাছলে মাসিক ১,৩১৭ টাকা প্রারম্ভিক কিস্তি শোধ করতে হবে। আবার, পুরোনো ল্যাপটপের পরিবর্তে এই নয়া ল্যাপটপ কিনলে দেওয়া হবে ১৮,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। ফিচারের কথা বললে, লেনোভোর এই ল্যাপটপে ১০তম প্রজন্মের কোর আই৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এটি উইন্ডোজ ১০ চালিত। এছাড়া ল্যাপটপটি ৮ জিবি র‌্যাম সহ উপলব্ধ।

HP 15s: টেকপ্রেমীদের মধ্যে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ বিশেষ জনপ্রিয়। ‘থিন অ্যান্ড লাইট’ ডিজাইনের এইচডি ১৫এস ল্যাপটপের এমআরপি ৪৪,৯০৮ টাকা। তবে এখন এই ল্যাপটপের সাথে ৪% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যার পর, এই ডিভাইসের দাম কমে ৪২,৯৫০ টাকা হবে। এছাড়া, আপনারা এই ল্যাপটপ কেনার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের সুবিধা পাবেন। এর জন্য আপনাদের প্রতি মাসে নূন্যতম ১,৪৬৮ টাকার ইএমআই শোধ করতে হবে। ফিচারের কথা বললে, এইচপি ১৫এস ল্যাপটপে ৮ জিবি র‌্যাম পাওয়া যাবে এবং এটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে রান করবে। ফ্লিপকার্টে এই ল্যাপটপ ৫ এর মধ্যে ৪.১ রেটিং পেয়েছে।

ASUS VivoBook 15: পাতলা বডি স্ট্রাকচার ও হাল্কা ওজনের এই আসুস ল্যাপটপের দাম ৪৫,৯৯০ টাকা হলেও, এখন এটিকে মাত্র ৩৯,৪৯০ টাকায় কিনে নেওয়া যাবে। অর্থাৎ এর সাথে ফ্লাট ১৪% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ফ্লিপকার্টে। আবার কিস্তিতে পেমেন্ট করতে চাইলে ক্রেতারা মাসিক ১,৩৫০ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের সুবিধা পেয়ে যাবেন। এই ল্যাপটপে, ৮ জিবি র‌্যাম এবং ১০তম প্রজন্মের কোর আই৩ প্রসেসর বর্তমান। ফ্লিপকার্টে আসুস ভিভোবুক ১৫ ল্যাপটপের রেটিং ৫ এর মধ্যে ৪।