Lava Blaze পিছনে চারটি ক্যামেরা সহ ১০ হাজার টাকার রেঞ্জে লঞ্চ হচ্ছে, ফাঁস হল ছবি

দেশীয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড Lava শীঘ্রই Blaze নামের একটি নতুন 'মেড-ইন-ইন্ডিয়া' স্মার্টফোন বাজারে আনতে চলেছে।...
SUPARNA 20 Jun 2022 4:59 PM IST

দেশীয় স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড Lava শীঘ্রই Blaze নামের একটি নতুন 'মেড-ইন-ইন্ডিয়া' স্মার্টফোন বাজারে আনতে চলেছে। যদিও আসন্ন হ্যান্ডসেটির লঞ্চের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে সম্প্রতি একটি জনপ্রিয় গ্যাজেড রিসার্চ প্ল্যাটফর্ম, Blaze-সিরিজের এই লেটেস্ট মডেলটির রেন্ডার সহ দাম ও ফিচারের শেয়ার করেছে। ফাঁস হওয়া রেন্ডারে, গ্লাস ব্যাক প্যানেল এবং ব্ল্যাক কালার অপশনে দেখা গেছে উক্ত স্মার্টফোনকে। আবার ডিভাইসটি ইউনিসক চিপসেট এবং কোয়াড রিয়ার ক্যামেরা ইউনিটের সাথে আসবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

Lava Blaze ফোনের রেন্ডার, দাম এবং ফিচার ফাঁস

হালফিলে লাভা ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং বিজনেস হেড সুনীল রায়না, ভারতে ব্লেজ সিরিজের অধীনে একটি নয়া স্মার্টফোন নিয়ে আসার ইঙ্গিত দিয়ে ছিলেন। আর এখন গ্যাজেট রিসার্চ সাইট MySmartPrice, লাভা ব্লেজ স্মার্টফোনের দাম, কয়েকটি মুখ্য স্পেসিফিকেশন এবং রেন্ডার প্রকাশ্যে আনলো৷ রিপোর্ট অনুসারে, ভারতে আসন্ন লাভা ব্লেজ ফোনের দাম প্রায় ১০,০০০ টাকার কাছাকাছি রাখা হবে। জানিয়ে রাখি, রায়না-ও ঠিক এই কথা জানিয়ে ছিলেন তাদের আসন্ন হ্যান্ডসেটের বিক্রয় মূল্য প্রসঙ্গে।

যাইহোক, ফাঁস হওয়া রেন্ডারগুলিতে আলোচ্য হ্যান্ডসেটকে ব্ল্যাক শ্যাড এবং কার্ভড এজ ডিজাইনের সাথে দেখা গেছে। এটি একটি গ্লাস ব্যাক প্যানেল এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এছাড়া, পারফরম্যান্সের জন্য লাভার এই বাজেট-রেঞ্জের ফোনে একটি ইউনিসক প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, সুনীল রায়না নিশ্চিত করেছেন যে, তাদের Lava Blaze স্মার্টফোনের ক্রেতারা 'ডোর স্টেপ' অর্থাৎ বাড়ির দোরগোড়ায় সমস্ত রকমের রিপেয়ারিং সার্ভিসের সুবিধা পেয়ে যাবেন। এই বিষয়ে তিনি আরো বলেছেন যে, ডিভাইস সম্পর্কিত সমস্যাগুলি পরিচালনা করার উদ্দেশ্যে গ্রাহকদের জন্য একজন ডেডিকেটেড ব্যক্তিকে বরাদ্দ করা হবে। এর জন্য লাভা ভারত জুড়ে প্রায় ২,০০০ কর্মীকে নিয়ে এই নতুন স্কিমটি শুরু করার পরিকল্পনা করছে। একই সাথে, "সফ্টওয়্যার এবং ছোটখাটো হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যাগুলি বাড়িতেই ঠিক করা হবে, আর বড় কোনো সমস্যা দেখা দিলে ফোনটিকে সংগ্রহ এবং মেরামত করে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই পরিষেবার জন্য কোনো অতিরিক্ত খরচ করতে হবে না বলেও জানিয়েছে রায়না।

Show Full Article
Next Story