Vivo Y33s আসছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা ও ১২ জিবি র‌্যামের সাথে, কবে লঞ্চ জানুন

খুব শীঘ্রই ভারতে একজোড়া নতুন 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো। কোম্পানির সেই ফোন দু’টির মধ্যে মিডরেঞ্জ সেগমেন্টে এন্ট্রি নেবে Vivo Y33s৷ অন্য। দিকে, বাজেট…

খুব শীঘ্রই ভারতে একজোড়া নতুন 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে ভিভো। কোম্পানির সেই ফোন দু’টির মধ্যে মিডরেঞ্জ সেগমেন্টে এন্ট্রি নেবে Vivo Y33s৷ অন্য। দিকে, বাজেট হ্যান্ডসেট হিসেবে আসছে Vivo Y21। অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ অবশ্য জানা যায়নি। তবে রিপোর্ট বলছে আগামী সপ্তাহের মধ্যে Vivo Y33s ও Vivo Y21-এর আত্মপ্রকাশ ঘটতে চলেছে।

টিপস্টার যোগেশ ব্রারের সহযোগিতায় Vivo Y33s ও Vivo Y21-এর পোস্টার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেছে ৯১মোবাইলস। তাতে দাবি করা হয়েছে, খুব বেশি দেরি না হলে আগামী সপ্তাহে ভারতে পা রাখবে Vivo Y33s ও Vivo Y21। আজকের প্রতিবেদনে Vivo Y33s-এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আমরা।

Vivo Y33s স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

৯১মোবাইলস-এর শেয়ার করা পোস্টার অনুসারে, ভিভো ওয়াই৩৩ এস স্মার্টফোনে ৬.৫৮ ইঞ্চি Halo FullView ডিসপ্লে দেওয়া হবে। যা ফুল-এইচডি প্লাস রেজোলিউশন ও ৯০.৬ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা পরিচালিত হবে ভিভো ওয়াই৩৩ এস। সেইসঙ্গে এতে ৮ জিবি র‌্যামের পাশাপাশি অতিরিক্ত ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম পাওয়া যাবে। ফোনের ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টিবি অব্দি বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য, Vivo Y33s-এর পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (এফ/১.৮), ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা (এফ/২.৪), ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা (এফ/২.৪) রয়েছে। রিয়ার ক্যামেরাতে পাওয়া যাবে সুপার নাইট মোড, আল্ট্রা স্টেবেল ভিডিও, সুপার এইচডিআর, ও আই অটোফোকাসের মতো ফিচার। আবার ফোনের ১৬ মেগাপিক্সেল (এফ/২.০) ফ্রন্ট-ফেসিং ক্যামেরার মাধ্যমে সুপার নাইট সেলফি, মাল্টি স্টাইল পোট্রেট, ভিডিও ফেস বিউটির মতো ক্যামেরা মোডস।

ভিভো ওয়াই৩৩ এস স্মার্টফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে, যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক ফানটাচ ওএস ১১.১ সিস্টেমে রান করবে।

ভারতে Vivo Y33s-এর দাম কীরকম হবে, তা জানা যায়নি। তার জন্য আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন