Samsung এবং Apple কে পিছনে ফেলে ভারতে ট্যাবলেটের মার্কেটে শীর্ষে Lenovo

গত বছর অর্থাৎ ২০২০ সালটি, গোটা পৃথিবী থেকেছে এক চরম অস্বস্তি-অনিশ্চয়তার মধ্যে! শিক্ষা, স্বাস্থ্য – সমস্তক্ষেত্রেই অতিমারী পরিস্থিতির ছাপ পড়েছে। তবে বিশে-বিশে বিষময় বছরটির সবচেয়ে…

গত বছর অর্থাৎ ২০২০ সালটি, গোটা পৃথিবী থেকেছে এক চরম অস্বস্তি-অনিশ্চয়তার মধ্যে! শিক্ষা, স্বাস্থ্য – সমস্তক্ষেত্রেই অতিমারী পরিস্থিতির ছাপ পড়েছে। তবে বিশে-বিশে বিষময় বছরটির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন ব্যবসা এবং ব্যবসায়িক সংস্থার ওপর। কিন্তু সম্প্রতি সামনে আসা IDC (ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন) নামক জনপ্রিয় মার্কেট রিসার্চার সংস্থাটির একটি রিপোর্ট অন্য কথা বলছে। আসলে এই রিপোর্টে জানানো হয়েছে গত বছরে ভারতের বাজারে বেশ ভালোই ব্যবসা করেছে ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস। শুধু তাই নয়, দেখা গেছে যে আমাদের পরিচিত চীনা টেক ব্র্যান্ড Lenovo, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এদেশের বাজারে ট্যাবলেট বিক্রিতে সবার শীর্ষে উঠে এসেছে।

মনে করা হচ্ছে, বিগত চার বছর টানা মন্দার পর ভারতে ট্যাবলেটের বাজার আবার মাথা তুলে দাঁড়িয়েছে মূলত লকডাউন ও করোনাকালীন সময়ে ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা বা অনলাইনে কাজের বাড়বাড়ন্তের জন্য। রিপোর্ট অনুযায়ী, গত বছরে ট্যাবলেটের বাজারে প্রায় ১৪.৭% বার্ষিক প্রবৃদ্ধি লক্ষ করা গিয়েছে; এবং এই জাতীয় ডিভাইসগুলির শিপমেন্ট হয়েছে ২.৮ মিলিয়ন ইউনিট।

এদিকে ট্যাবলেট বিক্রিতে সমস্ত সংস্থাকে ছাপিয়ে গেছে লেনোভো (Lenovo); সংস্থাটি ২০১৯ সালের তুলনায় ৬.৬% বেশি ট্যাবলেট বিক্রি করেছে বলে জানা গেছে৷ এছাড়া গত বছরে তারা মোট ব্যবসায় ১৫৩% YOY (ইয়ার-টু-ইয়ার) প্রবৃদ্ধির মুখ দেখেছে এমনটাই বলছে রিপোর্ট। তবে একই সময়ে সংস্থার বাণিজ্যিক বিভাগে ১৫.১% লস হয়েছে।

উক্ত তালিকায় লেনোভোর পরেই স্থান দখল করেছে Samsung এবং Apple। এক্ষেত্রে স্যামসাং (Samsung) যেমন শিপমেন্টের ক্ষেত্রে লাভ পেয়েছে, তেমনই অ্যাপল (Apple) ভারতীয় ট্যাবলেট বাজারে অবস্থানগত দিক দিয়ে লাভ করেছে। রিপোর্টে জানানো হয়েছে, ভারতীয় ট্যাবলেট মার্কেটে iBall-কে পেছনে ফেলে ১৩% ওয়াই-টু-ওয়াই প্রবৃদ্ধি নিয়ে Apple উঠে এসেছে তৃতীয় স্থানে। এই তালিকায় iBall এবং Huawei যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। মনে করা হচ্ছে, অতিমারী চলাকালীন চাহিদা অনুযায়ী প্রোডাক্ট সাপ্লাই দিতে না পারায় প্রায় ৬৯.৯% ব্যবসা কমেছে iBall-এর। এছাড়া উক্ত রিপোর্টের সার্বিক পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে, ২০১৯-এর তুলনায় গ্রাহক শিপমেন্টে প্রায় ৫৯.৮% বিক্রি বেড়েছে। তবে কমার্শিয়াল মার্কেটে বিক্রি কমেছে ১৪.৩%, কারণ কোভিডের কারণে বিভিন্ন সরকারি প্রোজেক্ট এই সময়ে স্থগিত হয়ে গিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন