ভারতকে পাখির চোখ করে ল্যাপটপ ও স্মার্টফোনের উৎপাদন বাড়াচ্ছে Lenovo

ভারতে গ্রাহকদের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিল টেক জায়ান্ট Lenovo। কোম্পানিটি কম্পিউটার, নোটবুক,...
PUJA 26 Aug 2021 6:12 PM IST

ভারতে গ্রাহকদের চাহিদা মেটাতে স্থানীয় উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিল টেক জায়ান্ট Lenovo। কোম্পানিটি কম্পিউটার, নোটবুক, স্মার্টফোন প্রভৃতি প্রোডাক্টের উৎপাদন ক্ষমতা আরো বাড়ানোর লক্ষ্যে ভারতে বিনিয়োগ করেছে। যদিও তারা কত অর্থ বিনিয়োগ করেছে তা অজানা। তবে Lenovo নিশ্চিত করেছে, এরফলে স্মার্টফোন, স্মার্ট ডিভাইস প্রভৃতির উৎপাদন বাড়বে।

রিপোর্ট অনুযায়ী, Lenovo পুদুচেরিতে তাদের ইন হাউস পিসি ম্যানুফ্যাকচারিং প্লান্ট সম্প্রসারিত করেছে। পাশাপাশি Wingtech Technology-র সাথে হাত মিলিয়ে ত্রিপুরা ও অন্ধ্র প্রদেশে ট্যাবলেট কম্পিউটারের উৎপাদন শুরু করেছে।

এছাড়া Dixon Technologies-র সহায়তায় উত্তরপ্রদেশের নয়ডাতে Motorola-র স্মার্টফোন তৈরি করা হচ্ছে। ফলে বলার অপেক্ষা রাখে না যে, Lenovo ভারতীয় ইলেকট্রনিক্স মার্কেট কে পাখির চোখ করে এগোচ্ছে। জানা গেছে জুন কোয়ার্টারে কোম্পানিটি ভারত থেকে প্রায় ৪৬২ মিলিয়ন ডলার ‌আয় করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story