Lenovo Legion Halo গেমিং ফোনে থাকবে শক্তিশালী Snapdragon 8+ Gen 1 প্রসেসর, জানা গেল Geekbench থেকে
লেনোভো পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপ নির্মাতা হিসেবে সুপরিচিত হলেও, ব্র্যান্ডটি তাদের Legion সিরিজের গেমিং ফোনগুলির...লেনোভো পার্সোনাল কম্পিউটার এবং ল্যাপটপ নির্মাতা হিসেবে সুপরিচিত হলেও, ব্র্যান্ডটি তাদের Legion সিরিজের গেমিং ফোনগুলির জন্য মোবাইল গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। সংস্থাটি বর্তমানে Lenovo Legion Halo নামক একটি গেমিং হ্যান্ডসেট বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সম্প্রতি এই ডিভাইসটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে স্পট করা হয়েছে, যা হ্যান্ডসেটের কিছু মূল স্পেসিফিকেশনের হদিস দিয়েছে। Lenovo Legion Halo গেমিং ফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এটি ৮ জিবি র্যামের সাথে আসবে। প্রসঙ্গত, সম্প্রতি এই লেনোভো ডিভাইসটি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, যার তালিকাটি থেকে জানা গেছে যে, Legion Halo ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। এই আপকামিং হ্যান্ডসেটটি এবছরের তৃতীয় ত্রৈমাসিকে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।
Lenovo Legion Halo-কে দেখা গেল Geekbench-এর ডেটাবেসে
L71091 মডেল নম্বর সহ লেনোভো লিজিয়ন হালো গিকবেঞ্চ (Geekbench)-এর বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি এই গেমিং স্মার্টফোনের মূল বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছে। লিস্টিং অনুযায়ী, লিজিয়ন হালো কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এই এই অক্টা-কোর চিপসেটের একটি কোরের সর্বোচ্চ ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। এই কোয়ালকম প্রসেসরে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৩০ (Adreno 730) জিপিইউ যুক্ত। তালিকায় প্রকাশ করা হয়েছে যে, লেনোভো লিজিয়ন হালো ৮ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। আবার, গিকবেঞ্চের সিঙ্গেল-কোর টেস্টে এই গেমিং ফোনটি ১,২৯৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৯৫৩ পয়েন্ট স্কোর করেছে।
লেনোভো লিজিয়ন হালো-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Lenovo Legion Halo Expected Specifications)
এর আগে একটি লিক থেকে জানা যায় যে, লেনোভো লিজিয়ন হালো-তে ৬.৬৭ ইঞ্চির ফুল-এইচডি+ পোলেড ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করবে। এই ডিভাইসে সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। তবে হ্যান্ডসেটটি ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য, Lenovo Legion Halo-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Lenovo Legion Halo-এ ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়া, ডিভাইসটির পুরুত্ব ৮ মিলিমিটারের থেকেও কম হবে বলে আশা করা হচ্ছে।