অবশেষে লঞ্চ হতে চলেছে Lenovo Legion Y90 গেমিং ফোন ও Legion Y700 ট্যাবলেট। গত কয়েকমাস ধরে এই ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। কোম্পানির তরফে আগামী ২৮ ফেব্রুয়ারি একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে। আশা করা হচ্ছে এই ইভেন্টেই Lenovo Legion Y90 গেমিং ফোন ও Legion Y700 ট্যাবলেটের উপর থেকে পর্দা সরানো হবে। উল্লেখ্য গতমাসে অর্থাৎ জানুয়ারিতে এই ইভেন্ট আয়োজন করার কথা ছিল, কিন্তু লেনোভো তা পিছিয়ে দেয়।
Lenovo Legion Y90, Legion Y700 সম্ভাব্য স্পেসিফিকেশন
লেনোভো লিজিয়ন ওয়াই৯০ গেমিং ফোনে থাকবে ৬.৯২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪৬০ পিক্সেল) স্যামসাং ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ১৮ জিবি পর্যন্ত র্যাম ও ১টিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে।
লেনোভো লিজিয়ন ওয়াই৯০ ফোনে ফ্রস্ট ব্লেড কুলিং সিস্টেম ব্যবহার করা হতে পারে। এই প্রযুক্তি সাধারণের তুলনায় ৩০০ শতাংশ বেশি কুলিং ক্যাপাসিটি অফার করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই গেমিং স্মার্টফোনে পাওয়া যাবে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫৬০০ এমএএইচ ব্যাটারি (২৮০০ x ২)। আবার ফটোগ্রাফির জন্য এতে দেওয়া হবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেখা যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
অন্যদিকে, লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ ট্যাবলেটে পাওয়া যাবে ৮.৮ ইঞ্চি, যার রেজোলিউশন ২৫৬০ x ১৬০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। আবার এতে থাকবে ডুয়েল স্পিকার সেটআপ ও স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর।