প্রিমিয়াম ট্যাবলেটের চাহিদা মেটাবে Lenovo Xiaoxin Pad Pro 2022, দেখা গেল 3C সার্টিফিকেশন সাইটে

বহুজাতিক টেক সংস্থা Lenovo তাদের Xiaoxin ব্র্যান্ডের অধীনে প্রিমিয়াম ট্যাবলেটের একটি লাইনআপ লঞ্চ করেছিল। এক্ষেত্রে,...
techgup 1 Aug 2022 3:19 PM IST

বহুজাতিক টেক সংস্থা Lenovo তাদের Xiaoxin ব্র্যান্ডের অধীনে প্রিমিয়াম ট্যাবলেটের একটি লাইনআপ লঞ্চ করেছিল। এক্ষেত্রে, সংস্থাটি হয়তো উক্ত ব্র্যান্ডিংয়ের সাথে খুব শীঘ্রই Lenovo Xiaoxin Pad Pro 2022 নামের একটি নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা করছে বলে আমাদের অনুমান। কারণ, সম্প্রতি আলোচ্য ট্যাবলেটটিকে 'কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন' ওরফে 3C বা CCC সার্টিফিকেশন সাইটে TB138FCxxxxx মডেল নম্বর সহ খুঁজে পাওয়া গেছে। যার দরুন অফিসিয়াল লঞ্চের আগেই এই আসন্ন মডেলের কয়েকটি কী-ফিচার প্রকাশ্যে এসেছে। আর সার্টিফিকেশন পোর্টালটির লিস্টিং দেখে মনে হচ্ছে এটিকে Lenovo Xiaoxin Pad Pro 2022 মার্কেটিং নামেই বাজারজাত করা হবে।

লেনোভো শাওক্সিন প্যাড প্রো ২০২২ সম্ভাব্য স্পেসিফিকেশন (Lenovo Xiaoxin Pad Pro 2022 expected Specifications)

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দ্বারা শেয়ার করা লেটেস্ট রিপোর্ট অনুসারে, আসন্ন লেনোভো শাওক্সিন প্যাড প্রো ২০২২ ট্যাবলেটে একটি ২কে (2K) রেজোলিউশনের OLED ডিসপ্লে থাকবে, যা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত হবে। এছাড়া, উক্ত ট্যাবলেটটি ৮,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ আসতে পারে, যা ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থন করবে বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

প্রসঙ্গত উপরে উল্লেখিত ট্যাবলেট ছাড়াও, TB132FU মডেল নম্বর সহ আরেকটি লেনোভো ট্যাবকে সম্প্রতি চীনের 3C বা CCC সার্টিফিকেশন সাইট দ্বারা অনুমোদিত হতে দেখে গেছে। আসন্ন এই মডেলের নাম জানা সম্ভব হয়নি। তবে এটি মিডিয়াটেক এক্সওনকুন ১৩০০টি (MediaTek Xunkun 1300T) প্রসেসর সহ আসতে পারে বলে আশা করা হচ্ছে। তদুপরি সার্টিফিকেশন সাইটের লিস্টিংয়ের অনুযায়ী, উক্ত মডেলে সম্ভবত ৩০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্টও পাওয়া যাবে।

আপকামিং লেনোভো ট্যাবলেট দুটির কোনো নির্দিষ্ট লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, আপকামিং এই ডিভাইস-দ্বয়কে চলতি মাসে অর্থাৎ আগস্টের মধ্যেই লঞ্চ করা হতে পারে।

Show Full Article
Next Story