LG-র চমৎকার, ২৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসছে অভিনব এয়ার কন্ডিশনার

কোরিয়ান টেক জায়ান্ট LG Electronics প্রকাশ্যে আনল তাদের নতুন এয়ার কন্ডিশনার (AC) মেশিন, যা চিরাচরিত এয়ার কন্ডিশনের থেকে অন্যরকম ডিজাইন সহ এসেছে। নতুন এই এয়ার…

কোরিয়ান টেক জায়ান্ট LG Electronics প্রকাশ্যে আনল তাদের নতুন এয়ার কন্ডিশনার (AC) মেশিন, যা চিরাচরিত এয়ার কন্ডিশনের থেকে অন্যরকম ডিজাইন সহ এসেছে। নতুন এই এয়ার কন্ডিশনারের নাম রাখা হয়েছে LG ARTCOOL Gallery। এর ডিসপ্লে মনিটরে থাকবে আর্ট ওয়ার্ক। তবে এখনো বাজারে আসেনি নতুন ডিজাইনের এয়ার কন্ডিশনার মেশিনটি। আসন্ন সিইএস ২০২৩- এর মঞ্চে নতুন এই কুলিং ডিভাইসটির উপর থেকে পর্দা সরানো হবে। চলুন LG ARTCOOL Gallery এয়ার কন্ডিশনারের সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

LG ARTCOOL Gallery এয়ার কন্ডিশনার খুব শীঘ্রই বাজারে আসছে

এলজি আর্টকুল গ্যালারি এয়ার কন্ডিশনারের প্রসঙ্গে বলতে গেলে, এটি চিরাচরিত এয়ার কন্ডিশনারের মতো ডিজাইন সহ আসেনি, বরং এতে দেওয়া হয়েছে ২৭ ইঞ্চি বর্গাকার এলসিডি ডিসপ্লে। তার ওপরে থাকবে আট ওয়ার্ক। তাছাড়া এর চারপাশে রয়েছে কালো রঙের বর্ডার। আর তার মাঝখানে আটওয়ার্ক এমন ভাবে থাকবে যে দেখে এটি এয়ার কন্ডিশনারের পরিবর্তে কোনো আর্ট পিস বলে মনে হবে।

LG ARTCOOL Gallery-তে এলজির থিনকিউ অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে এবং সংস্থার ডুয়াল ইনভার্টারের কম্প্রেসার টেকনোলজির মাধ্যমে কুল কিম্বা হিট হবে। শুধু তাই নয়, এতে রয়েছে থ্রি ওয়ে ইনডিরেক্ট এয়ার ফ্লো। আবার এলজি থিনকিউ (LG ThinQ) অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারী এই এয়ার কন্ডিশনারের ডিসপ্লেতে তার পছন্দমত যে কোনো পিকচার কিংবা ভিডিও কনটেন্ট লাগাতে পারবেন। ফলে এটি হোম ডেকোরেশনেরও কাজ করবে।

কোম্পানির তরফে জানানো হয়েছে, LG ARTCOOL Gallery ২০ ডেসিবেল বেশি জোরে শব্দ করবে না। আবার স্লিপ মোডে এর নিজের দিকের লুকোনো ব্লেডগুলি বন্ধ থাকবে। ফলে ইউজারের ঘুমের কোনো অসুবিধা হবে না।

আগেই বলেছি, নতুন LG ARTCOOL Gallery এয়ার কন্ডিশনারটি সিইএস ২০২৩- এর মঞ্চে আত্মপ্রকাশ করবে। কিন্তু এর বিক্রি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। পাশাপাশি এর দামও এখনো পর্যন্ত অজানা। তবে আশা করা হচ্ছে নতুন এই আর্টকুল এয়ার কন্ডিশনার তার অভিনব ডিজাইনের জন্য প্রিমিয়াম রেঞ্জে আসতে পারে। তবে এলজি একে সাশ্রয়ী মূল্যে এনেও ক্রেতাদের চমক দিতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন