চীনা স্মার্টফোন কে টেক্কা দিতে সস্তায় ভারতে নতুন ফোন আনছে LG

কয়েক বছর মার্কেট থেকে উধাও হওয়ার পর ফের ভারতে ফিরছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি LG। আসলে চীনা স্মার্টফোন কোম্পানিদের দাপটে একসময়ের জনপ্রিয় এই কোম্পানিটি ভারতে ব্যবসা…

কয়েক বছর মার্কেট থেকে উধাও হওয়ার পর ফের ভারতে ফিরছে দক্ষিণ কোরিয়ান কোম্পানি LG। আসলে চীনা স্মার্টফোন কোম্পানিদের দাপটে একসময়ের জনপ্রিয় এই কোম্পানিটি ভারতে ব্যবসা সীমিত করেছিল। তবে এখন যেভাবে চীনা প্রোডাক্ট বর্জনের দাবি জানাচ্ছে ভারতীয়রা, তাতে সুযোগের সদ্ব্যবহার করতে তৎপর LG। রিপোর্ট অনুযায়ী কোম্পানি শীঘ্রই ভারতে ১৫,০০০ টাকার কমে একটি স্মার্টফোন নিয়ে আসছে।

এই ফোনের নাম হবে LG K31। সম্প্রতি এই ফোনটিকে গুগল প্লে কনসোলে দেখা গেছে। যেখান থেকে জানা গেছে এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসর, ২ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১০ সিস্টেমের সাথে আসবে। স্পেসিফিকেশন দেখে বলাই যায় ফোনটি সস্তায় আসবে। যদিও এই ফোনের লঞ্চ ডেট এখনও সামনে আসেনি।

প্রসঙ্গত গতবছর এলজি তাদের W সিরিজের কয়েকটি ফোন ভারতে লঞ্চ করেছিল। যদিও সেই ফোনগুলি মোটেও বাজারে জনপ্রিয়তা পাইনি। তবে ইকোনমিক্স টাইমস কে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এলজি ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশনসের বিজনেস হেড, অদ্বৈত বৈদ্য জানিয়েছেন, কোম্পানি ভারতে একটি সুযোগ খুঁজছিল। আর এটাই কোম্পানির কাছে সেরা সময় ভারতে ফের ফিরে আসার।

অদ্বৈত বৈদ্য আরও জানিয়েছে, আগামী আগস্ট মাস থেকে কোম্পানি ৬ টি স্মার্টফোন ভারতে লঞ্চ করবে, যাদের দাম ১০ হাজার টাকা থেকে শুরু হবে। শুধু তাই নয় কোম্পানি ভারতে তাদের লোকাল ম্যানুফ্যাকচারিং দীপাবলির মধ্যে ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে চলেছে বলে তিনি জানান। আপনাকে জানিয়ে রাখি পুনে ও নয়ডা তে এলজির দুটি ফ্যাক্টরি আছে।