রেডমি, রিয়েলমিদের টেক্কা দিতে ভারতে আসছে LG K42 ও LG K22

ইকোনমিক্স টাইমস কে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এলজি ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশনসের বিজনেস হেড, অদ্বৈত বৈদ্য জানিয়েছিলেন, যে তারা শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে।…

ইকোনমিক্স টাইমস কে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এলজি ইলেকট্রনিক্সের মোবাইল কমিউনিকেশনসের বিজনেস হেড, অদ্বৈত বৈদ্য জানিয়েছিলেন, যে তারা শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। আসলে দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ভারতে চীনা বিরোধী মনোভাবের ফায়দা ওঠাতে চাইছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি শীঘ্রই LG K42 ও LG K22 নামে দুটি ফোনকে ভারতে আনবে। এই দুটি ফোনকে গুগল প্লে কনসোলে দেখা গেছে।

ওয়েবসাইট থেকে এলজি কে৪২ ও এলজি কে২২ এর স্পেসিফিকেশনও সামনে এসেছে। এমনকি ফোনের ডিজাইন সম্পর্কেও জানা গেছে। LG K22 ফোনটি এখনকার দিনের ট্রেন্ডিং ডিসপ্লে ডিজাইন, ওয়াটারড্রপ নচের সাথে আসবে। আবার পপ আপ সেলফির সাথে আসবে LG K42।

এছাড়াও এলজি কে৪২ ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক হেলিও পি ২২ প্রসেসর। এরসাথে থাকবে PowerVR GE8320 জিপিইউ। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। এতে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হবে, যার রেজুলেশন হবে ৭২০x১৬০০ পিক্সেল। এতে ৩ জিবি র‌্যাম থাকবে। এই ফোনটি ১৫,০০০ টাকার কমে আসবে।

আবার অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমের সাথে আসবে এলজি কে২২। এতে থাকবে ৬.২ বা ৬.৫ ইঞ্চি ডিসপ্লে। যার পিক্সেল ডেন্সিটি হবে ২৮০ পিপিআই। এতে কোম্পানি ২ জিবি র‌্যামের সাথে কোয়ালকম কিউএম২১৫ প্রসেসর ব্যবহার করেছে। এই ফোনটি ভারতে ৮,০০০ টাকার কমে আসতে পারে।