LG Q52 কোয়াড রিয়ার ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল, জানুন দাম

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি LG তাদের ঘরেলু মার্কেটে নতুন স্মার্টফোন LG Q52 লঞ্চ করলো। কয়েকদিন আগেই স্পেসিফিকেশন...
techgup 26 Oct 2020 12:21 PM IST

দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানি LG তাদের ঘরেলু মার্কেটে নতুন স্মার্টফোন LG Q52 লঞ্চ করলো। কয়েকদিন আগেই স্পেসিফিকেশন সহ এই ফোনের তথ্য সামনে এসেছিল। ফোনটি মিড বাজেট রেঞ্জে আছে। এলিজি কিউ ৫২ ফোনে আছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক প্রসেসর ও পাঞ্চ হোল ডিসপ্লে। আসুন LG Q52 ফোনের স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।

LG Q52 এর দাম

এলজি কিউ ৫২ ফোনের দাম রাখা হয়েছে ৩৩০,০০০ সাউথ কোরিয়ান ওঁন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১,৫৭০ টাকা।এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। ফোনটি সিল্কি হোয়াইট ও সিল্কি রেড কালারে লঞ্চ হয়েছে। এই ফোনটি অন্যান্য মার্কেটে কবে লঞ্চ করা হবে তা জানা যায়নি।

LG Q52 এর স্পেসিফিকেশন

এলজি কিউ ৫২ ফোনে আছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনের ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউট ডিসপ্লের মাঝে উপরের দিকে উপলব্ধ। এর মধ্যে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আবার LG Q52 ফোনে ব্যবহার করা হয়েছে ২.৩ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

আবার এই ফোনের পিছনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। LG Q52 ফোনে আছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে।

Show Full Article
Next Story
Share it