মোট পাঁচটি ক্যামেরা সহ LG Q52 শীঘ্রই বাজারে আসছে, থাকবে পাওয়ারফুল ব্যাটারি

দক্ষিণ কোরিয়ান কোম্পানি LG গত কয়েক সপ্তাহে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়াও কোম্পানিটি বেশ কযেকটি নতুন ফোনের ওপর কাজ করছে। এদের মধ্যে একটি ফোন হল…

দক্ষিণ কোরিয়ান কোম্পানি LG গত কয়েক সপ্তাহে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়াও কোম্পানিটি বেশ কযেকটি নতুন ফোনের ওপর কাজ করছে। এদের মধ্যে একটি ফোন হল LG Q52। এই ফোনটির স্পেসিফিকেশন কিছুদিন আগে ফাঁস হয়েছিল। যেখান থেকে স্পষ্ট এলজি কিউ ৫২ ফোনটি একটি বাজেট ফোন হবে। এবার LG Q52 এর লাইভ ইমেজ ফাঁস হল। যা ফোনটির ফাস্ট লুক সহ পিছনের ক্যামেরা ডিজাইনও সামনে এল।

LG Q52 এর লাইভ ইমেজ ফাঁস

এলজি কিউ ৫২ এর লাইভ ইমেজ থেকে জানা গেছে এই ফোনটি লাল রঙে আসবে। এছাড়াও আরও কিছু রং থাকতে পারে। আবার এর পিছনের ক্যামেরা ডিজাইন আয়তকার হবে এবং কোণা গুলি কার্ভড হবে। এতে এলইডি ফ্ল্যাশ থাকবে। যদিও ফোনটির পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে না বলেই মনে হয়।

Latest News Related To Lg Q52 In Bengali On Tech Gup. Explore Lg Q52 Image News, Photos In Bengali In Tech Gup

LG Q52 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

এলজি কিউ ৫২ ফোনে থাকবে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, যার মধ্যে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও LG Q52 ফোনে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা হবে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।

আবার এতে ২.৩ গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকতে পারে। এর সাথে থাকবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। ফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে থাকবে অ্যান্ড্রয়েড ১০। এছাড়াও দেওয়া হবে ৩.৫ মিমি হেডফোন জ্যাক। LG Q52 ফোনটি ঠিক কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

LG Q52 কে দেখা গেল Geekbench বেঞ্চমার্ক সাইটে

এলজি কিউ ৫২ কে কিছুদিন আগে বেঞ্চমার্ক সাইট Geekbench এ দেখা গিয়েছিল। যেখানে ফোনটি মডেল নম্বর ছিল LM-Q520M। এখানে ফোনটি সিঙ্গেল কোর টেস্টে ১৬৬ ও মাল্টি কোর টেস্টে ৯৪৯ স্কোর করেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন