LG স্মার্টফোনের ব্যবসা বন্ধ করলেও প্রতিশ্রুতি রাখল, Velvet মডেলে দিল Android 12 আপডেট
গত বছরের এপ্রিলে স্মার্টফোনের ব্যবসায় তালা ঝোলানোর ঘোষণা করেছিল এলজি (LG)। এখন মোবাইল ফোন না বানালেও বর্তমানে বিভিন্ন...গত বছরের এপ্রিলে স্মার্টফোনের ব্যবসায় তালা ঝোলানোর ঘোষণা করেছিল এলজি (LG)। এখন মোবাইল ফোন না বানালেও বর্তমানে বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে লগ্নি জারি রেখেছে তারা। তবে এলজি স্মার্টফোন ব্যবহারকারীরা চিন্তায় ছিলেন, ভবিষ্যতে আদৌও সফটওয়্যার আপডেট পাওয়া যাবে তো! এলজি অবশ্য গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, সময় এলে ঠিকই সিস্টেম আপডেট রোলআউট হবে। প্রতিশ্রুতিমতো, ২০২০ সালে লঞ্চ হওয়া LG Velvet মডে লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেম আপডেট পেতে শুরু করেছে।
উল্লেখ্য, LG Velvet অরিজিনালি Android 10-এর সাথে বাজারে এসেছিল। এতে গত বছরের ফেব্রুয়ারি মাসে Android 11 আপডেট রোলআউট হয়েছিল। তার এক বছর বাদে স্মার্টফোনটিতে নতুন Android 12 রিলিজ হল। এই মুহূর্তে, কোরিয়াতে আপডেটটি উপলব্ধ। প্রসঙ্গত, এটাই LG Velvet-এর জন্য শেষ মেজর সিস্টেম আপগ্রেড। কারণ, এলজির কোনও ফোনই আগে তিনটি অ্যান্ড্রয়েড আপডেট পায়নি।
Android 12-এ আপগ্রেড হওয়ার ফলে এখন এলজি ভেলভেটের কোরিয়ান ব্যবহারকারীরা নতুন প্রাইভেসি ড্যাশবোর্ড, নতুন উইজে, ওয়ালপেপার বেসড থিমিংয়ের মতো ফিচার অ্যাক্সেস করতে পারবে। অন্য দিকে, এলজি তাদের Wing, Q51, Q52, Q61, এবং Q92 মডেলগুলির জন্য চলতি মাসেই সিকিউরিটি প্যাচ দেওয়ার পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে।
উল্লেখ্য, ভেলভেট এলজির অন্যতম প্রিমিয়াম ফোন। এতে পি-ওলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৬৫জি ৫জি প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আইপি৬৮ রেটিং, এবং ৪৩০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।