ফেসবুকের পর LinkedIn! বিক্রি হচ্ছে ৫০ কোটি ইউজারের ব্যক্তিগত তথ্য

প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক (Facebook) ব্যবহারকারীর গোপন তথ্য চুরি যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, এবার বড়সড় তথ্য ফাঁসের মুখোমুখি হলো প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন…

প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক (Facebook) ব্যবহারকারীর গোপন তথ্য চুরি যাওয়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই, এবার বড়সড় তথ্য ফাঁসের মুখোমুখি হলো প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন (LinkedIn)। মাইক্রোসফ্টের (Microsoft) মালিকানাধীন এই সংস্থার ৫০ কোটিরও বেশী ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সম্প্রতি একটি পরিচিত হ্যাকার ফোরামে নিলামে ওঠার কথা শোনা যায়। খবরটি প্রকাশ্যে আসতেই অসংখ্য লিঙ্কডইন প্রোফাইলধারীর মুখে দুশ্চিন্তার কালো মেঘ ভর করেছে। সাইবার নিউজের(CyberNews) প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যবহারকারীর নাম, ই-মেইল আইডি, ফোন নম্বর সহ কার্যক্ষেত্র সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিবরণ রয়েছে। তবে ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত রাখতে ব্যর্থ হলেও লিঙ্কডইন (LinkedIn) কর্তৃপক্ষ এই বিষয়ে সাফাই দিতে খুব একটা দেরী করেননি। সংস্থাটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই তথ্য চুরির ফলে লিঙ্কডইনের (LinkedIn) সাধারণ সদস্যেরা কোনভাবেই বিপদে পড়বেন না।

আসলে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলি থেকে ইউজারদের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এমন অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্ত হিসেবে সেই সংস্থাগুলির নাম উঠে আসছে, যাদের প্রাইভেসি সুরক্ষার উপরে আমাদের অগাধ আস্থা! নিজেদের স্বার্থ চরিতার্থ করতে তারা গোপনে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে সরবরাহ করছে। ভুক্তভোগী সাধারণ মানুষ অবশ্য এই ব্যাপক চক্রান্ত থেকে মুক্তির কোন পথ খুঁজে পাচ্ছেন না।

যদিও সাইবার নিউজের প্রতিবেদনে নিজেদের ৫০ কোটি ব্যবহারকারীর ডেটা চুরি যাওয়ার সংবাদ প্রাপ্তির পরেই লিঙ্কডইন্ (LinkedIn) কর্তৃপক্ষ তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে। দ্রুত তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় যে হ্যাকার ফোরামে নিলামে ওঠা বিপুল পরিমাণ তথ্য লিঙ্কডইনের সাধারণ সদস্যদের অ্যাকাউন্ট থেকে সংগৃহীত নয়। সংস্থার বক্তব্য অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট এবং প্রতিষ্ঠানের কাছ থেকে হ্যাকারেরা সেগুলি সংগ্রহ করেছে। তাই এ ব্যাপারে লিঙ্কডইন্-কে দায়ী করা অমূলক। কেননা তাদের প্ল্যাটফর্ম থেকে তথ্য চুরির প্রতিটি চেষ্টাকে রুখে দিতে তারা বিশেষ তৎপর!

অবশ্য গোপনে তথ্য বিক্রির অভিযোগ উঠতেই ফেসবুক (Facebook) কর্তৃপক্ষের মুখেও একইধরণের যুক্তি শোনা গিয়েছে। একটি অনলাইন ডিজিটাল ফোরামে প্রায় ৫৩.৩ কোটি ইউজারের তথ্য ফাঁস হলেও ফেসবুকের পক্ষ থেকে সে ব্যাপারে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর মধ্যে রয়েছেন প্রায় ৬১ লক্ষ ভারতীয় নাগরিক, ফেসবুকের (Facebook) বিচিত্র দুনিয়া যাদের সর্বক্ষণের সঙ্গী!

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন